বুধবারের রাশিফল

  • জ্যোতিষী রুবাই
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মেষ/ এরিস (Aries) (মার্চ ২১  – এপ্রিল ২০): দিনটিতে চিন্তা ভাবনা বাড়বে। এমন কিছু করবেন না যাতে নিজেকে ভুগতে হয়। যেটি আকর্ষণীয় লাগছে সেটিকে খুঁটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বড়দের পরামর্শ নিন। আজকে ভালবাসা থাকবে তাই ভয় পাবেন না। পুরনো বিষয়ে তর্ক করবেন না।

বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১  – মে ২১): নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। অন্যদের প্রতি খারাপ মনোভাব রাখতে পারেন। প্রেমে অনুভূতি আটকে রাখবেন না। কর্মক্ষেত্রে নিজের ইচ্ছেমত কাজ করতে পারবেন। যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজকে অনেক লাভ পাবে। দিনটিতে পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিতে পারেন।

বিজ্ঞাপন

মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২জুন ২১): দিনটিতে উত্তেজনা থাকবে। অত্যধিক ঝামেলায় আজকে দিন যাবে। কর্মভাবে আবেগ নিয়ন্ত্রণ করুন। জমিজমার বিনিয়োগে লাভদায়ক হবে। বিতর্ক থাকবে তবে সংঘাতে যাবেন না। প্রেমে প্রভাব দেখা যাচ্ছে।

কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২  – জুলাই ২৩): সহকর্মীর থেকে সাবধান হোন। এমন কোনও মানুষের সঙ্গে আলাপ হবে যার থেকে আপনি প্রভাবিত হবেন। অফিসে সাবধান, বেশ কিছু জিনিষ চুরি হতে পারে। নিজের প্রতি যত্নবান হন। পরিবারের জন্য খুশির খবর। ভালবাসায় নতুন মোড় আসবে। প্রেমে স্বর্গীয় অনুভুতি।  সিদ্ধান্ত নিন নিজের মতন করে। 

বিজ্ঞাপন

সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪  – আগস্ট ২৩): অপ্রত্যাশিত ভ্রমণে সমস্যায় পড়তে পারেন। দিনটিতে ক্লান্তি থাকবে। বাড়ির বড়দের দোয়া পাবেন। পারিবারিক দায়িত্ব উত্তেজনা নিয়ে আসবে। অংশীদারিত্বে দায়বদ্ধতার আগে জেনে বুঝে নিন।

কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪  – সেপ্টেম্বর ২৩): রুক্ষ মেজাজের কারণে ঝামেলায় পরতে পারেন। আর্থিক সীমাবদ্ধতা দূরে সরান। কর্মক্ষেত্রে নিজেকে সামলাতে শিখুন, অযথা ঝামেলায় জড়াবেন না। অংশীদারী ব্যবসায় আজকে আপনার পার্টনারের থেকে ভাল কিছুই আশা করতে পারেন। আত্মীয়রা আপনাকে গভীরভাবে সমৃদ্ধ করবে।

তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪   – অক্টোবর ২৩): পরোপকার করুন কিন্তু সাবধানে। মানসিক শান্তি থাকবে। কথা বলে শান্তি পাবেন। চিকিৎসায় খরচ বাড়বে। সংক্রমণে ভুগতে পারেন। মনে ভয় থাকবে।

বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪  – নভেম্বর ২২): শারীরিক কারণে আজকে কাজ শেষ করতে পারবেন না। বিনিয়োগ থেকে লাভ পাবেন। শরীর স্বমন্ধে নিজের জ্ঞান বাড়বে। আর্থিক সহায়তা পাবেন। রোগভোগে ভুগতে পারেন। নতুন কাইকে পাশে পাবেন। 

ধনু/স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩  – ডিসেম্বর ২১): আজকে সক্রিয় নাও থাকতে পারেন। নতুন কিছু কাজ শুরু করতে পারবেন। অনেকের থেকেই সমর্থন পাবেন। মানসিক শান্তি ব্যঘাত ঘটতে পারে। স্থিতি বজায় রাখতে বেশ কিছু বুদ্ধি নেওয়া প্রয়োজন।

মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২  – জানুয়ারি ২০):  নিজের স্বাস্থ্য উন্নত করতে যথেষ্ট সময় পাবেন। আজ অর্থ অনেক কাজে আসবে। আজকে মন ভাল রাখার মত কিছু একটা করুন। উপড়ি টাকা থেকে আয় হবে। অত্যধিক শক্তি বজায় থাকবে। আজকে অনেক ফলাফল আপনার পক্ষেই হবে।

কুম্ভঅ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১  – ফেব্রুয়ারি ১৯): নিজের শরীরের দিকে নজর দিন। কিছু বিষয়ে অনেকেই হস্তক্ষেপ করবে। নির্ভরশীলতা বজায় থাকবে না। সকলকে বিশ্বাস করবেন না। অপ্রত্যাশিত সংবাদ আপনাকে উদ্বেগ দেবে। আজকে হতাশা হতে পারেন।

মীন/ পিসেস (Pisces) (ফেব্রুয়ারি ২০  – মার্চ ২০): মনকে সান্তনা দিন। আশা রাখুন। তবে শরীরের সাথে পেরে উঠবেন। শরীর আজ সায় নাও দিতে পারে। গৃহের কাজ আজকে এড়িয়ে যান।