রোববারের রাশিফল
মেষ/ এরিস (Aries) (মার্চ ২১ – এপ্রিল ২০): দিনটিতে কর্মক্ষেত্রে বোধবুদ্ধি দিয়ে বিচার করুন। তবেই সাফল্য নিশ্চিত থাকবে। তবে ধৈর্য ধরে রাখুন। আজ বাড়িতে অতিথি আসবে। অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। অর্থ সঞ্চয় করুন। অন্যের মনে নিজেকে নিয়ে ভুল ভাবা বন্ধ করুন।
বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১ – মে ২১): দিনটিতে আপনার রাগের কারণে কিছু সমস্যা দেখা দেবে। পরিবারের সদস্যের সাথে বচসা বাধতে পারে। আজ কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনার জন্য ভালো। কর্মে বুদ্ধিমত্তার প্রয়োজন। আবেগজনিত ঝামেলা আজকে বিপদে ফেলবে।
মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২– জুন ২১): আত্মবিকাশের পথ নিজেকেই বেছে নিতে হবে। নিজের সম্পর্কে ভাল কিছু অনুভব করবেন। দিনটিতে অনেক সুবিধা পাবেন। অন্যের ব্যবহারে অস্থিরতা দেখাবেন না। বেশ কিছু কারণে বাসায় অশান্তি হতে পারে। প্রেমের জন্য কঠিন সময়।
কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২ – জুলাই ২৩): শরীরে সংক্রমনজনিত সমস্যা দেখা দেবে। শরীর মূল্যবান, তাই যত্ন নিন। আজকে কর্মক্ষেত্রে আপনার কিছু জিনি চুরি হতে পারে। শখ পূরণ করার সময় পাবেন। আগে নিজেকে সামলান। কাউকে ঋণ দেবেন না।
সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪ – আগস্ট ২৩): আজকের কোনো স্বপ্ন পূরণ হতে পারে। উত্তেজনা আয়ত্বে রাখুন। ভাল কিছু ঘটতে চলেছে। রক্ষণশীল বিনিয়োগ থেকে সাবধান থাকুন। মুরুব্বিস্থানীয় ব্যক্তির উপদেশ শুনুন। তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন।
কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): স্বাস্থ্যহানি হতে পারে। জীবন জীবিকার সমস্যা কাটবে। অন্যের মধ্যে চেতনা জাগিয়ে তুলতে পারবেন। অর্থ নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না। পারিবারিক অবস্থার কারণে আজকে ঝামেলায় পড়তে পারেন।
তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটি কর্মব্যস্ত থাকবে। আজ অর্থ সংকট কমবে। উৎফুল্লতা রাখুন। পার্টনারের সঙ্গে সময় কাটান। পরিকল্পনা করতে পারেন, নতুন উদ্যোগ নিয়েই কাজ করুন। যুক্তি দিয়েই কথা বলুন। বেশ কিছু পরিস্থিতি শক্ত হবে।
বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): দিনটি অশান্তির মধ্যে কাটতে পারে। আর্থিক বিষয় নিয়ে পরিবারের সাথে আলোচনা করুন। সম্পদের পরিকল্পনা করতে পারেন। তবে গোপনীয় তথ্য, অন্যের সঙ্গে ভাগ করে নেবেন না। যুক্তি শক্তি বাড়িয়ে তুলুন।
ধনু/স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩– ডিসেম্বর ২১): নিজের ওপর বিশ্বাস রাখুন। অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকবে। আর্থিকভাবে লাভবান হবেন। কর্মক্ষেত্রে অহেতুক ঝামেলা আজকে এড়িয়ে যান। প্রেমে বিপর্যয় আসতে পারে। আজকে অনেক কিছুই বিঘ্নিত হতে পারে।
মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২– জানুয়ারি ২০): দৈন্দিন জীবনে নতুন কিছু ঘটবে। মজায় থাকবেন। কর্মেক্ষেত্রে সহকর্মীর থেকে দূরত্ব বজায় রাখুন। আজকে অনেক দিনের ইচ্ছে পূরণ করতে পারেন। তবে এমন কোনও কাজ করবেন না যাতে পরে সমস্যা হয়। কর্মক্ষেত্রে নিজের অবস্থানে উপর নজর রাখুন, আপনার আড়ালে অনেক কিছু ঘটছে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১– ফেব্রুয়ারি ১৯): বেশি ভাবনা বন্ধ করুন। আজকে নতুন কিছু করতে পারেন। অন্যদের থেকে পরামর্শ নিয়েও কাজ করতে পারেন। কাউকে ঋণ দেবেন না আর যাই করুন। অন্যের থেকে অনেক কথা আসবে, তবে নিজের দৃঢ়ভাব বজায় রাখুন। প্রেমে শুভ দিন।
মীন/ পিসেস (Pisces) (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): অর্থ নিয়ে ঝামেলায় থাকবেন। এমন কিছু ঘটবে যেটি আপনি আশা করেননি। আজকে অনেক গোপন তথ্য ফাঁস হবে। যদি সুযোগ পান তবে কাজে লাগান। কেউ বললেই তাকে গোপন কথা বলবেন না। অসন্তোষ থাকলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ভাল।