কারিনার সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহেদ

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহেদ-কারিনার এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

শাহেদ-কারিনার এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

গত শনিবার ভারতের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ফাংশানের মঞ্চে অন্যান্য অতিথিদের সঙ্গে হাজির ছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাহেদ কাপুর ও কারিনা কাপুর খান। মঞ্চেই হঠাৎ দেখা হয়ে যায় তাদের।

ক্যামেরার সামনে দীর্ঘদিন তাদের একসঙ্গে কথা হয় না। একে অপরকে দেখলে কার্যত মুখ ফিরিয়ে নেন তারা। ক্যামেরার সামনে সাধারণ কথা বলতেও দেখা যায়নি তাদের। তবে এবারের ব্যাপারটা এক্কেবারে আলাদা।

বিজ্ঞাপন

এদিন খোলা মঞ্চে একে অপরের সঙ্গে দেখা হয়ে যায় তাদের। এড়াতে পারলেন না কেউই। শত শত ক্যামেরা তাক করা তাদের দিকে। আলিঙ্গন করলেন একে অপরকে। কথাও বললেন বিস্তর। দাঁড়ালেন পাশাপাশি। ব্যাস.. সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল। অনেকেই বলছেন ফের কি একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের?

শাহেদ-কারিনার এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

বলিউডের দর্শক জানেন, শাহেদ আর কারিনার প্রেম একটা সময় কতোটা চর্চিত বিষয় ছিলো। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর একে অপরকে এড়িয়ে চলতেন। এখন দুজনই বিয়ে করে আলাদাভাবে সুখের সংসার করছেন। এরমধ্যে ‘উড়তা পাঞ্জাব’ ছবিটিতে দুজন কাজ করলেও ছিলো একসঙ্গে কোন দৃশ্য। ছবির প্রচারণাতেও তারা পাশাপাশি দাঁড়াতেন না, কথা তো দূরের কথা।

বিজ্ঞাপন

তবে গত শনিবার পুরস্কারের মঞ্চেই হঠাৎ দেখা হয়ে যায় তাদের। প্রথমে কিছুটা অস্বস্তিতেই পড়েছিলেন দুজন। ক্যামেরায় তা ধরাও পড়ে। তবে এড়িয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। আলিঙ্গনে উদ্যোগী হন কারিনাই। ফেরাননি শাহেদ। আলিঙ্গনের পরে পাশাপাশি দাঁড়ান তারা। কথা বলেন অনেকক্ষণ ধরেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই মুহূর্ত। যে জুটিকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি একসঙ্গে, তাদের একসঙ্গে কথা বলতে দেখে আপ্লুত হয়ে যায় নেটদুনিয়া। অনেকেই বলেন, এবার কি ‘জাব উই মেট ২’ আসতে চলেছে?

শাহেদ-কারিনার এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

এই ঘটনার পর এক সাক্ষাৎকারে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শাহেদ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে করিনার সঙ্গে তার এই দেখা কী একেবারেই অকস্মাৎ? তিনি কী অস্বস্তিতে পড়েছিলেন? এই উত্তরে শাহেদ বলেন, ‘আমাদের তো প্রায়ই দেখা হয়। আমাদের মধ্যে সব কিছু স্বাভাবিক রয়েছে। এটা কোনও বড় ব্যাপার নয়। মানুষের যদি ভাল লেগে থাকে, তাহলে ভাল।’