একজন বললেন ‘বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার’, আরেকজন ‘শাহরুখ খান’!

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অপু বিশ্বাস, শাকিব খান ও শবনম বুবলী

অপু বিশ্বাস, শাকিব খান ও শবনম বুবলী

স্বামী-স্ত্রীর ডিভোর্সের পর একে অন্যের মুখ দেখেন না, সাধারনত এমনটাই হয়ে থাকে আমাদের দেশে। আর যদি সেই বিচ্ছেদ হয় এক পক্ষের ওপর অন্যায়, তাহলে তো অপর পক্ষের কথা চিন্তাতেও আসার কথা নয়। তবে কেউ কেউ আছেন মনে মনে যতোই ক্ষোভ থাকুক না কেন, প্রকাশ্যে প্রাক্তনকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না। 

বিজ্ঞাপন

কিন্তু ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। তিনি দুই নায়িকাকে (অপু বিশ্বাস ও শবনম বুবলী) বিয়ে করেছেন এবং বিচ্ছেদও হয়েছে। বিচ্ছেদের কারণ হিসেবে যা এতোদিন প্রকাশ্যে এসেছে তাতে নায়িকাদের খুব একটা দোষ খুঁজে পাওয়া যায়নি।

বিচ্ছেদের পর দুই নায়িকা তাকে নিয়ে কিছুদিন কটুকথা বলেছেনও ক্যামেরার সামনে। কিন্তু কি বিশেষ মন্ত্রবলে বর্তমানে দুই নায়িকাই বদলে গিয়েছেন। প্রাক্তনকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ঝরছে উভয়ের মুখে।

বিজ্ঞাপন
 শবনম বুবলী

অতি সম্প্রতি একটি শো রুম উদ্বোধনীতে গিয়ে শবনম বুবলী তো বলেই দিলেন, ‘শাকিব খান শুধু বাংলাদেশ নয় গোটা বাংলা ইন্ডাস্ট্রির মেগা স্টার।’

তাহলে অপু বিশ্বাসই বা কেন পিছিয়ে থাকবেন! তাইতো তিনি নারী দিবসের এক সাক্ষাৎকারে দেশের প্রথমসারির এক গণমাধ্যমকে বলে দিলেন, শাকিব খান তার চোখে শাহরুখ খানের সমান!  

শাকিব খান

শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি দেখতে যাবেন কি না, এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, ইচ্ছে আছে দেখার। সিনেমাটির ট্রেলার দেখেছি, দুর্দান্ত লেগেছে। দেখার পর ফেসবুক পেজ থেকে আমিই প্রথম ট্রেলার শেয়ার করেছি। আমি তো অনেকের মতো রচনা ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে। মিথ্যা কথা বলা, মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।’

ট্রেইলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘শাকিব খানের বিষয়টা এখন এমন হয়ে গেছে যে, আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান। এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।’

অপু বিশ্বাস

শো-রুম উদ্বোধন কমিয়ে দিয়ে এখন পরিবার, নিজের ব্যবসা এবং তার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস। জানালেন, ‘এখন শো-রুম উদ্বোধন একদম কমিয়ে দিয়েছি। সিনেমা নিয়ে সামনে একটা বড় প্ল্যান আছে। আমার কাছে মনে হয়েছে ভালো কোনো কাজ করতে হলে নিজেকে আরো অনেক বেশি এক্সক্লুসিভ করা দরকার। দর্শক আমাদেরকে যতটা কম কাছাকাছি পাবে তত বেশি সিনেমাহলে গিয়ে দেখার আগ্রহটা বাড়বে। যেটা অপ্রিয় সত্য হলেও শাকিব খানের ক্ষেত্রে বারবার ঘটে আসছে।’