যে গল্প আপনাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, তা পর্দায় তুলে ধরেছি: রাফী

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘আমলনামা’ ছবির পোস্টার ও নির্মাতা রায়হান রাফী

‘আমলনামা’ ছবির পোস্টার ও নির্মাতা রায়হান রাফী

আসছে ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পাচ্ছে না সময়ের সফল নির্মাতা রায়হান রাফীর কোন সিনেমা। তবে ঈদ আয়োজনে তিনি ঠিকই থাকছেন নতুন ছবি নিয়ে। বলা ভালো, দর্শকদের মধ্যে ঈদের আনন্দ আরও আগে থেকেই দিতে চলেছেন তিনি।

অনেকেই জানেন, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে রাফীর নতুন সিনেমা ‘আমলনামা’। ছবির পোস্টার, টিজার, ট্রেলার এবং কাস্টিং দেখে অনেকের মধ্যেই বেশ আগ্রহ জন্মেছে। তবে এতো দ্রুত ছবিটি দর্শক দেখতে পাবেন, এটা হয়তো ভাবতে পারেননি।

বিজ্ঞাপন
 ‘আমলনামা’ ছবিতে কামরুজ্জামান কামু ও তমা মির্জা

‘আমলনামা’ মুক্তি পাচ্ছে আর মাত্র চারদিন পরেই অর্থাৎ ১৩ মার্চ। আজ রাফী নিজের ছবির মুক্তির তারিখ ঘোষণা করে রাফী ফেসবুকে লিখেছেন, “আমলনামা’য় কোন মারামারি নেই, সেরকম নাঁচ গানও নেই, যা আছে গল্পের তাগিদেই আছে। তবে ‘আমলনামা’য় একটা জিনিস আছে। গল্প। সত্যিকারের গল্প। যে গল্প আপনাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, তা আমরা চেষ্টা করেছি পর্দায় তুলে ধরতে। আমার বিশ্বাস, ‘আমলনামা’ আপনাদের কাঁদাবে, ভাবাবে।

’আমলনামা’ ওয়েব সিনেমাটি নির্মিত হয়েছে এমন ’বলা দরকার’–এর তাগিদ থেকেই। যে তাগিদ অনুভব করেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ’গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।’

বিজ্ঞাপন
 ‘আমলনামা’ ছবিতে জাহিদ হাসান

রাফীর মতে, এ ধরণের কাজ তিনি যখনই করতে গেছেন, যখনই সমাজকে প্রশ্ন করেছেন, সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন, তখনই কোনো না কোনো সমস্যা এসেছে তার সামনে। কিন্তু সেগুলো কখনই আটকাতে পারেনি রাফীকে। তিনি বলেন, ’আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা। আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ইনার ফিলিংটা ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন।’

সত্য ঘটনার ছায়া অবলম্বনে কোনো কনটেন্ট বা সিনেমা নির্মাণ করলে রায়হান রাফী সেভাবেই নির্মাণ করতে চান, যেন অপরাধী দেখলেও আতংকিত হয়, বুঝতে পারে সে কী করেছে। ’আমলনামা’–তেও রাফী সেই চেষ্টা করেছেন বলে জানান। রাফী বলেন, ’একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে। তবে আমি বিশেষভাবে বলতে চাই এটা একজন বাবারও গল্প।’

 ‘আমলনামা’ ছবিতে সারিকা সাবরিন

‘আমলনামায়’ অভিনয় করেছেন জাহিদ হাসান, তমা মির্জা, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, কামরুজ্জামান কামুর মতো দক্ষ অভিনয়শিল্পী। এর গল্প সম্পর্কে অল্পবিস্তর প্রায় সবাই জানেন কিন্তু এর রূঢ় দৃশ্য অদেখা। ফিকশনের আশ্রয় নিয়ে নির্মাতা রায়হান রাফী এবার সেই অদেখা দৃশ্য এবং অনুভূতি সবার সামনে আনার চেষ্টা করেছেন। ’আমলনামা’র অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। পোস্টারে সিনেমার চরিত্রের ছবি তো আছেই, কিন্তু তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ’ক্রসফায়ার’, ’বন্দুকযুদ্ধ’, ’বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। ধারণা করাই যায় ’আমলনামা’ এর গল্পও এগিয়েছে সেই পথেই।

৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানেও নানান ইঙ্গিত রয়েছে গল্পটির। ট্রেইলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ’কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেসার আছে’। এছাড়া, ট্রেলারে কিছু বাক্য ব্যবহার করা হয়েছে এমন, ’মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে’, ’তাঁহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’।

 ‘আমলনামা’ ছবিতে গাজী রাকায়েত

শুধু তাই নয়, ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন–’আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’। কামরুজ্জামান কামু–এর ’আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেয়া হয়েছে লাইন দুটি। মজার বিষয় হলো, ট্রেলারের জন্য আবৃত্তি করেছেন কবি নিজেই। সিনেমাটিতে তিনি অভিনয়ও করেছেন।

নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান কামু বলেন, ’এই সিনেমায় অভিনয়ের অন্যতম কারণ হলো, আমার এবং নির্মাতার ভাবনার মিল। রাফী যখন চরিত্রটির জন্য আমাকে বলেন, তখন ভেবে দেখলাম, যে কথা তিনি বলতে চান, সেকথা তো আমিও বলেছি, বলতে চাই। চরিত্রটি অনেক কিছু বলে এবং এটা বলা দরকার।’

 ‘আমলনামা’ ছবিতে কামরুজ্জামান কামু

সিনেমায় পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ট্রেলারের প্রায় পুরোটা সময়জুড়ে তার ছোটাছুটি। স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে স্পষ্ট। চরিত্র নিয়ে তিনি বলেন, ’চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং চরিত্রটির যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।’

 ‘আমলনামা’ ছবিতে তমা মির্জা