দীঘল কালো চুল এখন সোনালী, নতুন লুকে পরীমণি

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন লুকে চয়নিকার সঙ্গে পরীমণি

নতুন লুকে চয়নিকার সঙ্গে পরীমণি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি ‘গোলাপ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও তার শুটিং এখনো শুরু হয়নি। তাই এই নায়িকার এখন কোন শুটিং-এর ব্যস্ততা নেই। তিনি বরং নিজের পোশাকের ব্র্যান্ড বডি’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন।

গতকাল জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বারিষা হককে দিয়ে তার পোশাকের ফটোশুট ও লাইভ করিয়েছেন। বিভিন্ন ভিডিও ক্লিপসে দেখা যাচ্ছে, পরী পরম যত্নে বারিষাকে ফটোশুটের বিভিন্ন বিষয়ে সাহায্য করছেন, নিজের ব্র্যান্ড বলে কথা!

বিজ্ঞাপন
পরীর এই দীঘল কালো চুল আর দেখা যাবে না

এছাড়া তিনি সবচেয়ে বেশি আলোচিত উঠতি গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। দুদিন আগেই এক পুরষের বুকে মাথা দিয়ে ছবি তুলে তা পোস্ট করা এবং পরে সেই ছবি নিজের ফেসবুক আইডি থেকে মুছে দেওয়ায় পরীর নতুন প্রেম উঠে এসেছে দারুণ আলোচনায়।

এরইমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী দিলেন নতুন তথ্য। শুধু তথ্যই নয়, রীতিমতো ছবিও প্রকাশ করলেন। আর সেখানে পরীকে দেখে অনেকেই অবাক! কেননা, পরীর দীঘল কালো চুল আর কালো নেই, ধরেছে বিদেশিনীদের মতো সোনালি রঙ!

বিজ্ঞাপন
নতুন লুকে চয়নিকার সঙ্গে পরীমণি

হ্যাঁ, পাঠক ঠিকই ধরেছেন। পরীমণিকে এখন থেকে দেখা যাবে নতুন লুকে। নিজের লম্বা কালো চুল তিনি পুরোটাই সোনালী রঙ করে ফেলেছেন। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পরীর নতুন লুকের তিনটি ছবি পোস্ট করে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘‘কাল (৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস) যখন বললো, চুল কালার করবে, হঠাৎ করেই ধাক্কা খেলাম। বললাম, ‘পুরাটা চুল কালার?’ হাসি দিয়ে বললো, ‘হুম কি হবে?’ ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে ব্যাপারটা! কিন্ত কালার করার পর পুরা চেহারাটাই চেঞ্জ আর এত্ত সুন্দর লাগলো! পরীমণি অনেক অনেক শুভ কামনা তোমার ব্র্যান্ড ‘বডি’র জন্য। জীবন হোক আনন্দময়। ভালোবাসা অনন্তকাল। অভিনন্দন।’’

নতুন লুকে চয়নিকার সঙ্গে পরীমণি

চয়নিো নিজের সঙ্গে পরীমণির নতুন লুকের ছবি পোস্ট করলেও পরী এখনো তার সোশ্যাল মিডিয়ায় কোন ছবি পোস্ট করেননি।