‘গেন্দা ফুল’ গানের মিউজিক ভিডিওতে বছর চারেক আগে বাঙালি কন্যার বেশে দর্শকের মন জিতে নিয়েছিলেন হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ। এবার নারী দিবসে বাংলা গান নিয়ে এলেন এই তারকা।
কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে গানটির বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি।
বিজ্ঞাপন
‘আমি কাফি’ গানের দৃশ্যে জ্যাকলিন ফার্নান্দেজ
তাদের পাশাপাশি মিউজিক ভিডিওতে গলা মিলিয়েছেন জ্যাকলিন। নাম ‘আমি কাফি’। নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত।
অভিনেত্রী বলেছেন, ‘বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটি তৈরি করতে পেরে আরো ভালো লাগছে।’
ধর্ষককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণার পরামর্শ তাশরিফের
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
গায়ক তাশরিফ খান
বিনোদন
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তৎপর বড় একটি অংশ। তারমধ্যে রয়েছেন শোবিজ তারকারাও।
ধর্ষণের ঘটনা নিয়ে বিশ্ব নারী দিবসে অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি সবার কাছে প্রশ্ন রেখে লিখেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?’
তার আগে সাজাপ্রাপ্ত এক ধর্ষকের জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া তখন লিখেছিলেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’
রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া
নারী দিবসের পোস্টে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা লেখেন, ‘ধর্ষণের শিকার ৮ বছর বয়সী কন্যা শিশু! কিন্তু এটি নতুন কোন ঘটনা নয়। এই অভাগা দেশে প্রতি বছর গড়ে ছ'শো থেকে হাজার খানেক শিশু ধর্ষণের শিকার হয়। শিশু ও নারীর প্রতি সহিংসতা মানে না বয়স, পোশাক, সামাজিক অবস্থান, ধর্ম, বর্ণ, জাত, পরিচয়। কখনো মানেনি, মানবেও না।‘
তিনি আরও লিখেছেন, ‘কোন রাজনৈতিক দল ক্ষমতার পালাবদলে কখনোই শিশু ও নারীর প্রতি সহিংসতাকে গুরুত্বপূর্ণ মনে করেনি, এখনো করে না। অর্থনৈতিক উন্নয়নের সূচকের কাছে, ধর্ষণের সূচক অত্যন্ত নগন্য। তাই পিতৃতান্ত্রিকতার পতাকার তলে নারী দিবসকে প্রহসন মনে হয়। ধর্ষকের মৃত্যু চাই! ধর্ষণের বিচার চাই...‘
তবে বিষয়টি নিয়ে দেশের অনেক তারকাকেই এখনো মুখ খুলতে দেখা যায়নি। সেদিক থেকে দেরীতে হলেও মুখ খুললেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নিজের ফেসবুকে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে বিচার চাইলেন এই চিত্রনায়ক। তার পোস্টটি মুহূর্তেই সবার মাঝে ছড়িয়ে যায়।
মেগাস্টার শাকিব খান
তরুণ গায়ক তাশরিফ খান গান গাওয়ার পাশাপাশি সমাজের নানা ইস্যুতে সোচ্চার থাকেন। নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানান। আজ এই তরুণ গায়ক তার ফেসবুকে লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, প্রকৃত ধর্ষকের ছবি আপনারা ভেরিফায়েড পেজ/ ওয়েবসাইট থেকে আপলোড করে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন। বাকিটা আমরা দেখতেছি!’
এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তার আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।
গায়ক তাশরিফ খান
পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি ও পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়।
দেরীতে হলেও ‘সেই শিশু’ ধর্ষণের বিচার চাইলেন শাকিব খান
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
মেগাস্টার শাকিব খান
বিনোদন
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তৎপর বড় একটি অংশ। তারমধ্যে রয়েছেন শোবিজ তারকারাও।
ধর্ষণের ঘটনা নিয়ে বিশ্ব নারী দিবসে অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি সবার কাছে প্রশ্ন রেখে লিখেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?’
তার আগে আগে সাজাপ্রাপ্ত এক ধর্ষকের জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া তখন লিখেছিলেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া
নারী দিবসের পোস্টে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা লেখেন, ‘ধর্ষণের শিকার ৮ বছর বয়সী কন্যা শিশু! কিন্তু এটি নতুন কোন ঘটনা নয়। এই অভাগা দেশে প্রতি বছর গড়ে ছ'শো থেকে হাজার খানেক শিশু ধর্ষণের শিকার হয়। শিশু ও নারীর প্রতি সহিংসতা মানে না বয়স, পোশাক, সামাজিক অবস্থান, ধর্ম, বর্ণ, জাত, পরিচয়। কখনো মানেনি, মানবেও না।‘
তিনি আরও লিখেছেন, ‘কোন রাজনৈতিক দল ক্ষমতার পালাবদলে কখনোই শিশু ও নারীর প্রতি সহিংসতাকে গুরুত্বপূর্ণ মনে করেনি, এখনো করে না। অর্থনৈতিক উন্নয়নের সূচকের কাছে, ধর্ষণের সূচক অত্যন্ত নগন্য। তাই পিতৃতান্ত্রিকতার পতাকার তলে নারী দিবসকে প্রহসন মনে হয়। ধর্ষকের মৃত্যু চাই! ধর্ষণের বিচার চাই...‘
তবে বিষয়টি নিয়ে দেশের অনেক তারকাকেই এখনো মুখ খুলতে দেখা যায়নি। সেদিক থেকে দেরীতে হলেও মুখ খুললেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নিজের ফেসবুকে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে বিচার চাইলেন এই চিত্রনায়ক। তার পোস্টটি মুহূর্তেই সবার মাঝে ছড়িয়ে যায়।
শাকিব খানের ফেসবুক পোস্ট
এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তার আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।
পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি ও পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়।
মেগাস্টার শাকিব খান
যে গল্প আপনাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, তা পর্দায় তুলে ধরেছি: রাফী
মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
|
‘আমলনামা’ ছবির পোস্টার ও নির্মাতা রায়হান রাফী
বিনোদন
আসছে ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পাচ্ছে না সময়ের সফল নির্মাতা রায়হান রাফীর কোন সিনেমা। তবে ঈদ আয়োজনে তিনি ঠিকই থাকছেন নতুন ছবি নিয়ে। বলা ভালো, দর্শকদের মধ্যে ঈদের আনন্দ আরও আগে থেকেই দিতে চলেছেন তিনি।
অনেকেই জানেন, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে রাফীর নতুন সিনেমা ‘আমলনামা’। ছবির পোস্টার, টিজার, ট্রেলার এবং কাস্টিং দেখে অনেকের মধ্যেই বেশ আগ্রহ জন্মেছে। তবে এতো দ্রুত ছবিটি দর্শক দেখতে পাবেন, এটা হয়তো ভাবতে পারেননি।
‘আমলনামা’ ছবিতে কামরুজ্জামান কামু ও তমা মির্জা
‘আমলনামা’ মুক্তি পাচ্ছে আর মাত্র চারদিন পরেই অর্থাৎ ১৩ মার্চ। আজ রাফী নিজের ছবির মুক্তির তারিখ ঘোষণা করে রাফী ফেসবুকে লিখেছেন, “আমলনামা’য় কোন মারামারি নেই, সেরকম নাঁচ গানও নেই, যা আছে গল্পের তাগিদেই আছে। তবে ‘আমলনামা’য় একটা জিনিস আছে। গল্প। সত্যিকারের গল্প। যে গল্প আপনাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, তা আমরা চেষ্টা করেছি পর্দায় তুলে ধরতে। আমার বিশ্বাস, ‘আমলনামা’ আপনাদের কাঁদাবে, ভাবাবে।
’আমলনামা’ ওয়েব সিনেমাটি নির্মিত হয়েছে এমন ’বলা দরকার’–এর তাগিদ থেকেই। যে তাগিদ অনুভব করেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ’গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।’
‘আমলনামা’ ছবিতে জাহিদ হাসান
রাফীর মতে, এ ধরণের কাজ তিনি যখনই করতে গেছেন, যখনই সমাজকে প্রশ্ন করেছেন, সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন, তখনই কোনো না কোনো সমস্যা এসেছে তার সামনে। কিন্তু সেগুলো কখনই আটকাতে পারেনি রাফীকে। তিনি বলেন, ’আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা। আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ইনার ফিলিংটা ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন।’
সত্য ঘটনার ছায়া অবলম্বনে কোনো কনটেন্ট বা সিনেমা নির্মাণ করলে রায়হান রাফী সেভাবেই নির্মাণ করতে চান, যেন অপরাধী দেখলেও আতংকিত হয়, বুঝতে পারে সে কী করেছে। ’আমলনামা’–তেও রাফী সেই চেষ্টা করেছেন বলে জানান। রাফী বলেন, ’একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে। তবে আমি বিশেষভাবে বলতে চাই এটা একজন বাবারও গল্প।’
‘আমলনামা’ ছবিতে সারিকা সাবরিন
‘আমলনামায়’ অভিনয় করেছেন জাহিদ হাসান, তমা মির্জা, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, কামরুজ্জামান কামুর মতো দক্ষ অভিনয়শিল্পী। এর গল্প সম্পর্কে অল্পবিস্তর প্রায় সবাই জানেন কিন্তু এর রূঢ় দৃশ্য অদেখা। ফিকশনের আশ্রয় নিয়ে নির্মাতা রায়হান রাফী এবার সেই অদেখা দৃশ্য এবং অনুভূতি সবার সামনে আনার চেষ্টা করেছেন। ’আমলনামা’র অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। পোস্টারে সিনেমার চরিত্রের ছবি তো আছেই, কিন্তু তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ’ক্রসফায়ার’, ’বন্দুকযুদ্ধ’, ’বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। ধারণা করাই যায় ’আমলনামা’ এর গল্পও এগিয়েছে সেই পথেই।
৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানেও নানান ইঙ্গিত রয়েছে গল্পটির। ট্রেইলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ’কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেসার আছে’। এছাড়া, ট্রেলারে কিছু বাক্য ব্যবহার করা হয়েছে এমন, ’মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে’, ’তাঁহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’।
‘আমলনামা’ ছবিতে গাজী রাকায়েত
শুধু তাই নয়, ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন–’আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’। কামরুজ্জামান কামু–এর ’আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেয়া হয়েছে লাইন দুটি। মজার বিষয় হলো, ট্রেলারের জন্য আবৃত্তি করেছেন কবি নিজেই। সিনেমাটিতে তিনি অভিনয়ও করেছেন।
নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান কামু বলেন, ’এই সিনেমায় অভিনয়ের অন্যতম কারণ হলো, আমার এবং নির্মাতার ভাবনার মিল। রাফী যখন চরিত্রটির জন্য আমাকে বলেন, তখন ভেবে দেখলাম, যে কথা তিনি বলতে চান, সেকথা তো আমিও বলেছি, বলতে চাই। চরিত্রটি অনেক কিছু বলে এবং এটা বলা দরকার।’
‘আমলনামা’ ছবিতে কামরুজ্জামান কামু
সিনেমায় পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ট্রেলারের প্রায় পুরোটা সময়জুড়ে তার ছোটাছুটি। স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে স্পষ্ট। চরিত্র নিয়ে তিনি বলেন, ’চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং চরিত্রটির যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।’
‘আমলনামা’ ছবিতে তমা মির্জা
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি ‘গোলাপ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও তার শুটিং এখনো শুরু হয়নি। তাই এই নায়িকার এখন কোন শুটিং-এর ব্যস্ততা নেই। তিনি বরং নিজের পোশাকের ব্র্যান্ড বডি’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন।
গতকাল জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বারিষা হককে দিয়ে তার পোশাকের ফটোশুট ও লাইভ করিয়েছেন। বিভিন্ন ভিডিও ক্লিপসে দেখা যাচ্ছে, পরী পরম যত্নে বারিষাকে ফটোশুটের বিভিন্ন বিষয়ে সাহায্য করছেন, নিজের ব্র্যান্ড বলে কথা!
পরীর এই দীঘল কালো চুল আর দেখা যাবে না
এছাড়া তিনি সবচেয়ে বেশি আলোচিত উঠতি গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। দুদিন আগেই এক পুরষের বুকে মাথা দিয়ে ছবি তুলে তা পোস্ট করা এবং পরে সেই ছবি নিজের ফেসবুক আইডি থেকে মুছে দেওয়ায় পরীর নতুন প্রেম উঠে এসেছে দারুণ আলোচনায়।
এরইমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী দিলেন নতুন তথ্য। শুধু তথ্যই নয়, রীতিমতো ছবিও প্রকাশ করলেন। আর সেখানে পরীকে দেখে অনেকেই অবাক! কেননা, পরীর দীঘল কালো চুল আর কালো নেই, ধরেছে বিদেশিনীদের মতো সোনালি রঙ!
নতুন লুকে চয়নিকার সঙ্গে পরীমণি
হ্যাঁ, পাঠক ঠিকই ধরেছেন। পরীমণিকে এখন থেকে দেখা যাবে নতুন লুকে। নিজের লম্বা কালো চুল তিনি পুরোটাই সোনালী রঙ করে ফেলেছেন। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পরীর নতুন লুকের তিনটি ছবি পোস্ট করে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘‘কাল (৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস) যখন বললো, চুল কালার করবে, হঠাৎ করেই ধাক্কা খেলাম। বললাম, ‘পুরাটা চুল কালার?’ হাসি দিয়ে বললো, ‘হুম কি হবে?’ ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে ব্যাপারটা! কিন্ত কালার করার পর পুরা চেহারাটাই চেঞ্জ আর এত্ত সুন্দর লাগলো! পরীমণি অনেক অনেক শুভ কামনা তোমার ব্র্যান্ড ‘বডি’র জন্য। জীবন হোক আনন্দময়। ভালোবাসা অনন্তকাল। অভিনন্দন।’’
নতুন লুকে চয়নিকার সঙ্গে পরীমণি
চয়নিো নিজের সঙ্গে পরীমণির নতুন লুকের ছবি পোস্ট করলেও পরী এখনো তার সোশ্যাল মিডিয়ায় কোন ছবি পোস্ট করেননি।