যে কারণে প্রেমের সুতো কাটলো তামান্না-বিজয়ের

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা

বলিউডের জনপ্রিয় দুই তারকা তামান্না ভাটিয়া আর বিজয় ভার্মার প্রেমে ভাঙন এখন ‘টক অফ দ্য টাউন’। মুখে নিজেরা কিছু না বললেও, এই কথা ছড়িয়ে পড়েছে যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তামন্না আর বিজয়ের।

তবে সম্পর্কে বিচ্ছেদ মানেই যে মুখ দেখাদেখি বন্ধ এমনটা নয়। তারা নাকি ভাল বন্ধু থাকবেন, এটাই ঠিক করেছেন। তবে ঠিক কী কারণে ভাঙল তাদের সম্পর্ক? ভক্তরা তা জানতে উৎসুক। এই তারকা নিজ মুখে কিছু না বললেও, কানাঘুষোয় শোনা যাচ্ছে, তাদের বিয়ের পরিকল্পনাই নাকি সম্পর্ক ভাঙার কারণ!

বিজ্ঞাপন
তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা

প্রায় ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তামান্না। শোনা গিয়েছিল, বিয়ের পরে থাকার জন্য মুম্বইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন তারা। ২০২৫ সালেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেই সমস্যা। তমন্নার বয়স ৩০ পেরিয়েছে। তিনি চেয়েছিলেন বিজয়ের সঙ্গে বিয়ে করে থিতু হতে। কিন্তু বিজয় এখনই তা চাননি। এ নিয়ে দুজনের মনোমালিন্যের কারণেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।

বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া

ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিজয়ের সঙ্গে তোলা সমস্ত ছবি মুছে ফেলেছেন তামান্না। এর আগেও বিরাট কোহলি, পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে তামান্নার। তবে সেই সমস্ত সম্পর্ককে নেহাৎ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। তবে বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি ভীষণ সচেতন ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও কখনও সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি বিজয়-তামান্না। সবসময় হাতে হাত রেখে পাপারাৎজিদের সামনে আসতেন তারা।

বিজ্ঞাপন
বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া

তাই অনুরাগীরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। লাস্ট স্টোরিজ-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেই থেকেই তাদের প্রেমের শুরু। এরপরে কোনও ছবিতে একসঙ্গে কাজ না করলেও তাদের প্রেম ছিল। গোটা বলিউডই জানত তাদের প্রেমের ব্যাপারে। তবে হঠাৎ এমন কী মনোমালিন্য হল যে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল জনপ্রিয় এই জুটিকে? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে অনুরাগীদের মনে।