দুই যুগের ক্যারিয়ারে প্রথম অস্কার কিরানের

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিরান কালকিন

কিরান কালকিন

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিরান কালকিন। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা।

আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর, সেখানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

প্রায় দুই যুগের ক্যারিয়ার। তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে গেল। নির্মাতারা যেমন তাঁকে খুঁজে পাননি, তেমনি ব্যক্তিগত নানা ঝঞ্ঝাটে অভিনয় থেকেই স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন কিরান কালকিন। ‘সাকসেশন’-এর পর ‘আ রিয়েল পেইন’ দিয়ে কক্ষপথে ফিরলেন কিরান কালকিন।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে তিনি যে অস্কার জিতবেন, তা প্রায় সব সমালোচকই অনুমান করেছিলেন। ফলে তার পুরস্কার জেতাটাও অনুমিতই ছিল। কিরান এ সিনেমার জন্য গোল্ডেন গ্লোব জিতেছেন।

বিজ্ঞাপন