আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাজিমাত ব্রাজিলের

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাজিমাত ব্রাজিলের

আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাজিমাত ব্রাজিলের

অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের পুরস্কার জিতল ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এর গল্প সত্তর দশকে লাতিন আমেরিকার দেশটিতে সামরিক স্বৈরশাসনের মধ্যে স্বামীকে তুলে নিয়ে যাওয়া একজন নারীর সংগ্রামকে কেন্দ্র করে। এবারই প্রথম পর্তুগিজ ভাষার ছবির জন্য অস্কার পেল ব্রাজিল।

‘আই অ্যাম স্টিল হিয়ার’ ছবিতে দেখা যায়, ১৯৭১ সালে ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্রের সময় স্বামীকে জোরপূর্বক নিখোঁজ করার ঘটনায় পাঁচ সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েন ইউনিস পাইবা নামের এক নারী। স্বামীর অন্তর্ধানের সত্য উন্মোচন ও জীবনকে নতুনভাবে গড়তে সংগ্রাম করেন তিনি। সেই সত্যি গল্প তুলে ধরা হয়েছে ছবিতে।

বিজ্ঞাপন

ইউনিস পাইবা চরিত্রে অভিনয়ের জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা তোরেস। এছাড়া সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এবারই প্রথম পর্তুগিজ ভাষার সংলাপ নিয়ে নির্মিত ব্রাজিলিয়ান ছবি অস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার সেরা চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছে।

রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে ওয়াল্টার সালেসের হাতে অস্কারের সোনালি ট্রফি তুলে দেন স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করেছেন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হয়েছে অনুষ্ঠানটি।

বিজ্ঞাপন

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে আরও মনোনীত হয়েছে ডেনমার্কের ‘দ্য গার্ল উইথ দ্য নিডেল’, ফ্রান্সের ‘এমিলিয়া পেরেজ’, জার্মানির ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’, লাটভিয়ার অ্যানিমেটেড ছবি ‘ফ্লো’।

২৬ বছর আগে (১৯৯৯ সালে) ওয়াল্টার সালেস পরিচালিত ‘সেন্ট্রাল স্টেশন’ ছবির সুবাদে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয় ব্রাজিল। তার হাত ধরেই দেশটিতে এই বিভাগের অস্কার এলো। কাকতালীয় ব্যাপার হলো, ফার্নান্দা তোরেসের মা ফার্নান্দা মন্টেনেগ্রো ১৯৯৯ সালে অস্কারের সেরা অভিনেত্রী বিভাগে ‘সেন্ট্রাল স্টেশন’ ছবির জন্য ব্রাজিলের প্রথম অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান।

অস্কারের আন্তর্জাতিক কাহিনীচিত্র, পরিচালনা ও তথ্যচিত্র বিভাগগুলোতে বেশ কয়েকটি ব্রাজিলিয়ান ছবি মনোনীত হলেও কোনোটি জিততে পারেনি। যদিও ফ্রান্স-ইতালির সঙ্গে ব্রাজিলিয়ান যৌথ প্রযোজনা ‘ব্ল্যাক অরফিয়াস’ ১৯৬০ সালে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে অস্কার পেয়েছে।