‘চর্চিত’ প্রেমিকের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠ ছবি ফাঁস

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেম করছেন শ্রদ্ধা কfপুর ও রাহুল মোদী? ছবি: সংগৃহীত

প্রেম করছেন শ্রদ্ধা কfপুর ও রাহুল মোদী? ছবি: সংগৃহীত

আজ (৩ মার্চ) বলিউড সুপারস্টার শ্রদ্ধা কাপুরের জন্মদিন। ৩৮-এ পা দিলেন অভিনেত্রী। তবে জন্মদিনের আগের সন্ধ্যায় আচমকা পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হলো বিশেষ মুহূর্ত।

শ্রদ্ধা কোথাও থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন। হাতে মুঠোফোন। হাতের চাপে সেটি চালু হতেই দেখা গিয়েছে, ওয়ালপেপার হিসেবে নায়িকা তার আর চর্চিত প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ব্যবহার করছেন! ব্যস, গুঞ্জনে নতুন ইন্ধন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।

বিজ্ঞাপন
বলিউড সুপারস্টার শ্রদ্ধা কাপুর

তা হলে কি বিশেষ দিনে বিশেষ ব্যক্তিকে প্রকাশ্যে আনতে চলেছেন শ্রদ্ধা? ভিডিও দেখে এমন কানাঘুষোও শুরু হয়ে গিয়েছে যথারীতি।

শ্রদ্ধা সম্বন্ধে এক সাক্ষাৎকারে ‘স্ত্রী’ ছবির সহ-অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘শ্রদ্ধার রক্তে অভিনয়। তাই তাকে আলাদা করে অভিনয় করতে হয় না। তিনি অভিনয় করছেন, এমনটাও মনে হয় না।’

বিজ্ঞাপন
বলিউড সুপারস্টার শ্রদ্ধা কাপুর

পাশাপাশি এ-ও জানিয়েছেন, নায়িকার রসবোধ দারুন। অভিনয়ের অবসরে কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে তার সঙ্গে কিছুক্ষণ কাটালেই বোঝা যায়। অভিনেতার কথায়, ‘সব সময় মাটির কাছাকাছি থাকেন। ঘরের খাবার খেতে ভালবাসেন। নায়িকারা সাধারণত চট করে রূপটানহীন ছবি দেন না। শ্রদ্ধা এ ক্ষেত্রেও ব্যতিক্রমী। তিনি সাজগোজ ছাড়াই ঘরোয়া ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।’