মহাকুম্ভে যোগ দিয়েছিলেন বলিউডের বহু তারকা। কিন্তু মহাকুম্ভ সমাপ্ত হওয়ার পরেও চর্চায় উঠে আসছে সুপারস্টার ক্যাটরিনা কাইফের কুম্ভভ্রমণ। শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে পৌঁছেছিলেন অভিনেত্রী। ত্রিবেণি সঙ্গমে স্নান করার সময়ে ক্যাটরিনাকে ঘিরে ধরেছিল মানুষের ঢল। অন্য পুণ্যার্থীরা স্নান করার বদলে ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।
সেখানে দেখা যাচ্ছে একদল স্নানরত পুরুষ স্নান করতে করতেই ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ক্যাটরিনা তখন চোখ বুজে প্রার্থনায় মগ্ন। সেই পুরুষদের মধ্যে একজন ক্যামেরায় বলেন, ‘এটা আমি, এ আমার ভাই। আর এ হল ক্যাটরিনা কইফ।’ এই বলেই তারা হেসে ওঠেন। এটা দেখে নেটাগরিকেরা মনে করছেন, কুম্ভে ক্যাটরিনাকে হেনস্থা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সুপারস্টার ক্যাটরিনা কাইফ
বিষয়টির চরম নিন্দা করলেন আরেক জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। এই প্রসঙ্গেই রাভিনা ট্যান্ডন মন্তব্য করেন, ‘খুবই বিরক্তিকর বিষয়। শান্ত ও অর্থপূর্ণ একটা মুহূর্তকে কী ভাবে নষ্ট করতে হয়, তা এরা ভালই জানে।’
আর এক নিন্দক লিখেছেন, ‘খুবই ঘৃণ্য ঘটনা। সকলে মিলে হেনস্থা করা বলে এই ঘটনাকে। মানুষ এত নির্লজ্জ কী ভাবে হতে পারে।’
বিজ্ঞাপন
কুম্ভস্নান করতে গিয়ে বিপাকে ক্যাটরিনা। চটলেন রবীনা।ছবি: সংগৃহীত
কিছু ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেই সময় ত্রিবেণি সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও। কিন্তু ক্যাটরিনাকে দেখে তারা ভিড় করতে থাকেন সেলফি তোলার জন্য। সংবাদমাধ্যম ও নেটপ্রভাবীরাও ছুটে আসেন ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য। যদিও ক্যাটরিনা এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
কুম্ভস্নান নিয়ে তিনি বলেছেন, ‘অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।’
সুপারস্টার ক্যাটরিনা কাইফ
প্রেম করছেন শ্রদ্ধা কfপুর ও রাহুল মোদী? ছবি: সংগৃহীত
বিনোদন
আজ (৩ মার্চ) বলিউড সুপারস্টার শ্রদ্ধা কাপুরের জন্মদিন। ৩৮-এ পা দিলেন অভিনেত্রী। তবে জন্মদিনের আগের সন্ধ্যায় আচমকা পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হলো বিশেষ মুহূর্ত।
শ্রদ্ধা কোথাও থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন। হাতে মুঠোফোন। হাতের চাপে সেটি চালু হতেই দেখা গিয়েছে, ওয়ালপেপার হিসেবে নায়িকা তার আর চর্চিত প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ব্যবহার করছেন! ব্যস, গুঞ্জনে নতুন ইন্ধন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।
বলিউড সুপারস্টার শ্রদ্ধা কাপুর
তা হলে কি বিশেষ দিনে বিশেষ ব্যক্তিকে প্রকাশ্যে আনতে চলেছেন শ্রদ্ধা? ভিডিও দেখে এমন কানাঘুষোও শুরু হয়ে গিয়েছে যথারীতি।
শ্রদ্ধা সম্বন্ধে এক সাক্ষাৎকারে ‘স্ত্রী’ ছবির সহ-অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘শ্রদ্ধার রক্তে অভিনয়। তাই তাকে আলাদা করে অভিনয় করতে হয় না। তিনি অভিনয় করছেন, এমনটাও মনে হয় না।’
বলিউড সুপারস্টার শ্রদ্ধা কাপুর
পাশাপাশি এ-ও জানিয়েছেন, নায়িকার রসবোধ দারুন। অভিনয়ের অবসরে কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে তার সঙ্গে কিছুক্ষণ কাটালেই বোঝা যায়। অভিনেতার কথায়, ‘সব সময় মাটির কাছাকাছি থাকেন। ঘরের খাবার খেতে ভালবাসেন। নায়িকারা সাধারণত চট করে রূপটানহীন ছবি দেন না। শ্রদ্ধা এ ক্ষেত্রেও ব্যতিক্রমী। তিনি সাজগোজ ছাড়াই ঘরোয়া ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।’
শন বেকারই প্রথম ব্যক্তি যিনি একই চলচ্চিত্রের জন্য চারটি পৃথক বিভাগে পুরস্কার পেলেন
বিনোদন
প্রতি বছরই অস্কারের ইতিহাসে ভাঙে অনেক রেকর্ড, একইসঙ্গে গড়ে নতুন নতুন রেকর্ড। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ বছর অস্কারে যতো ধরনের রেকর্ড গড়েছে তা নিয়ে এই আয়োজন-
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছে ‘আনোরা’
একই চলচ্চিত্রের জন্য চারটি পৃথক বিভাগে একই ব্যক্তির পুরস্কার
সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার জয় করেছে একজন যৌনকর্মীর প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আনোরা’। তরুণী যৌনকর্মী আনোরা এক রুশ মাদকসম্রাটের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন জীবনের সুযোগ পায়। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছে ছবিটি। তবে এটি কোন রেকর্ড নয়। এর আগে একই চলচ্চিত্র এর চেয়ে আরও বেশি শাখায় পুরস্কার পেয়েছে। নতুন রেকর্ড হলো, অস্কারের ইতিহাসে শন বেকারই প্রথম ব্যক্তি যিনি একই চলচ্চিত্রের জন্য চারটি পৃথক বিভাগে পুরস্কার পেলেন। এ বছর কান উৎসবে স্বর্ণপাম জয়ী পরিচালক শন বেকার অস্কারের আসরেও বড় দান মেরেছেন। তিনি একাই বাগিয়ে নিয়েছেন চারটি অস্কার! সেরা পরিচালক, সেরা সম্পাদনা ও সেরা চিত্রনাট্য পুরস্কার তিনটি একাই পেয়েছেন। এছাড়া সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবেও অস্কারের সোনালি ট্রফি এসেছে তার হাতের মুঠোয়।
১৯৫৩ সালে অস্কারের একই আসরে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াল্ট ডিজনি’ চারটি ভিন্ন ভিন্ন ছবির জন্য চারটি পুরস্কার জিতেছিলেন। ২০২০ সালে ‘প্যারাসাইট’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবে পুরস্কার জিতে বং জুন-হো কাছাকাছি চলে গিয়েছিলেন। ‘প্যারাসাইট’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতলেও সেটি গেছে দক্ষিণ কোরিয়ায়।
শন বেকার ও তার স্ত্রী সামান্থা কোয়ান
টানা দ্বিতীয়বার পরিচালক স্বামী ও প্রযোজক স্ত্রীর যৌথভাবে অস্কার
‘আনোরা’ গড়েছে আরও বেশকিছু রেকর্ড। তারমধ্যে একটি হলো- সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নেওয়ায় টানা দ্বিতীয়বার পরিচালক স্বামী ও প্রযোজক স্ত্রীর যৌথভাবে অস্কার পাওয়ার ঘটনা দেখা গেলো। গত আসরে ‘ওপেনহাইমার’-এর সুবাদে সম্মানজনক পুরস্কারটি বাগিয়ে নেন পরিচালক ক্রিস্টোফার নোলান ও তার স্ত্রী এমা থমাস। তাদের পাশে নাম লেখালেন শন বেকার ও তার স্ত্রী সামান্থা কোয়ান।
‘আনোরা’ ছবির দৃশ্যে নায়কের সঙ্গে মাইকি ম্যাডিসন
২০০৭-এর পর প্রাপ্তবয়স্ক ছবির জয়
‘আনোরা’ প্রাপ্তবয়স্কদের উপযোগী ছবি। এর আগে সর্বশেষ ২০০৭ সালে ‘দ্য ডিপার্টেড’ প্রাপ্তবয়স্কদের উপযোগী ছবি হিসেবে অস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। দেড় যুগ পর এর পুনরাবৃত্তি ঘটালো ‘আনোরা’।
‘আনোরা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ২৫ বছরের মাইকি ম্যাডিসন
সর্বকনিষ্ট অভিনেত্রীদের তালিকায় মাইকি
‘আনোরা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে এ বছর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন। শুধু তা-ই নয়, এর মাধ্যমে ইতিহাসে নতুন নজিরও গড়েছেন অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন সর্বকনিষ্ঠ অস্কারজয়ী অভিনেত্রীদের দলে। মার্চের শেষদিকে মাইকি ম্যাডিসনের বয়স হবে ২৬। এই হিসাবে তিনি অস্কারজয়ী নবম কনিষ্ঠ অভিনেত্রী। শীর্ষ ১০ কনিষ্ঠের তালিকা থেকে ‘গন উইথ দ্য উইন্ড’ তারকা ভিভিয়েন লেইকে স্থানচ্যুত করেছেন মাইকি।
‘আনোরা’ মাইকির দ্বিতীয় সিনেমা। এর আগে, নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)’ ছবির মাধ্যমে হলিউডে তার অভিষেক ঘটে। আর এই ছবির সূত্র ধরেই আনোরার জন্য অভিনেত্রীর খোঁজ পেয়েছিলেন শন বেকার। এমনকি সিনেমাটির চরিত্রটিও তিনি মাইকির জন্যই লিখেছিলেন।
চলচ্চিত্রে অভিষেকের আগে একেবারে ছোটবেলায় ‘ঘোড়সওয়ার’ হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন মাইকি ম্যাডিসন। তবে স্বপ্নের কারখানা থেমে ছিল না, মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ের প্রতি তার ঝোঁক তৈরি হয়। অস্কারে মাইকি ম্যাডিসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডেমি মুরকে ‘দ্য সাবস্ট্যান্স’ ছবির জন্য এই বিভাগে ফেভারিট ভাবা হচ্ছিল। কিন্তু তাকে হতাশ করে শেষ হাসি হেসেছেন মাইকি ম্যাডিসন। পুরস্কার গ্রহণের পর যৌনকর্মী কমিউনিটিকে ধন্যবাদ ও সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই আমেরিকান তারকা।
সেরা অভিনেতা বিভাগে দ্বিতীয়বার অস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি
সেরা অভিনেতা বিভাগে প্রথম দুই মনোনয়নের দুটিতেই অস্কার জয়
সেরা অভিনেতা বিভাগে দ্বিতীয়বার অস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে একজন ইহুদি অভিবাসী ও স্থপতির ভূমিকায় দেখা গেছে তাকে, যিনি আমেরিকান স্বপ্নের পেছনে ছুটছেন। ২৩ বছর আগে ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ ছবির সুবাদে এই পুরস্কার জয়ের সময় তার বয়স ছিল ২৯ বছর। তিনিই এখনও অস্কারের সেরা অভিনেতা বিভাগের সর্বকনিষ্ঠ বিজয়ী।
অ্যাড্রিয়েন ব্রডি ২৩ বছর ধরে অস্কারের একটি রেকর্ড ধরে রেখেছেন। এবার তিনি জেতায় আরেকটি রেকর্ড গড়লেন। সেরা অভিনেতা বিভাগে প্রথম দুই মনোনয়নের দুটিতেই অস্কার জয় করা প্রথম ব্যক্তি বনে গেছেন ৫১ বছর বয়সী এই আমেরিকান তারকা। ‘অ্যা কমপ্লিট আননোন’ তারকা টিমোতি শ্যালামেকে হতাশ করে সেরা অভিনেতা হয়েছেন তিনি।
‘অ্যা রিয়েল পেইন’ ছবির জন্য কিয়েরেন কালকিন সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন
সেরা ছবির মনোনয়নের বাইরে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার
‘অ্যা রিয়েল পেইন’ ছবির জন্য কিয়েরেন কালকিন সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন। দাদির স্মরণে পোল্যান্ড ঘুরে বেড়ানো দুই চাচাতো ভাইকে কেন্দ্র করে ছবিটির গল্প। এতে বেনজি চরিত্রে আছেন কিয়েরেন কালকিন। তবে জেসি আইজেনবার্গ পরিচালিত ছবিটি সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়নি। সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত না হওয়া ছবির জন্য সর্বশেষ ২০১২ সালে ক্রিস্টোফার প্লামার (বিগিনার্স) সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন।
ইসরায়েলি-ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ অস্কারের সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে
ইসরায়েলি-ফিলিস্তিনি যৌথ নির্মানের ছবির জয়
ইসরায়েলি-ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ অস্কারের সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে। এটি নির্মাণে যুক্ত ছিলেন বাসেল অ্যাদ্রা, র্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম। এতে দেখানো হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই একজন ফিলিস্তিনি কর্মী ও একজন ইসরায়েলি সাংবাদিকের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে।
সেরা ছবির মনোনয়ন পাওয়া ‘উইকেড’-এর মেডলি পরিবেশন করেন এই ছবির দুই তারকা সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্দে
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) ছিল ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। ‘উইকেড’ ছবির মেডলি পরিবেশন করেছেন ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। জেমস বন্ড সিরিজের কয়েকটি গান গেয়েছেন ব্ল্যাকপিংক ব্যান্ডের গায়িকা লিসা, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার দোজা ক্যাট। প্রয়াত কুইন্সি জোন্সের প্রতি সম্মান জানিয়েছিন আমেরিকান অভিনেত্রী-র্যাপার কুইন লতিফা। সদ্যপ্রয়াত অভিনেতা জিন হ্যাকম্যানকে মঞ্চে এসে স্মরণ করেন তার বন্ধু মর্গ্যান ফ্রিম্যান।
অস্কারের রেড কার্পেটে জো সালডানা, মাইকি ম্যাডিসন, সিনথিয়া িএরিভো, ক্লোয়ি ঝাউ ও ডেমি মুর
আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করেছেন। অনুষ্ঠানে মাঝামাঝি তিনি লস অ্যাঞ্জেলেসের একদল অগ্নিনির্বাপককে মঞ্চে ডেকে ধন্যবাদ জানান। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হয় অনুষ্ঠানটি।
অ্যাড্রিয়েন ব্রডি ও হ্যালি বেরি তাদের ২০০৩ সালের মুহূর্তটি পুনরায় তৈরি করেছেন
বিনোদন
হলিউডের প্রখ্যাত দুই তারকা অ্যাড্রিয়েন ব্রডি ও হ্যালি বেরি ২০০৩ সালের বিখ্যাত চুম্বন দৃশ্য আবারও তৈরি করলেন আজকের অস্কার রেড কার্পেটে।
অস্কার আয়োজন প্রতিষ্ঠান ‘একাডেমি’ তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে সেই ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ক্যাপশনে অস্কার কতৃপক্ষ লিখেছে, ‘২২ বছর পর সেই চুম্বনের পুনর্মিলন’। এরইমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আজ অস্কারের লাল গালিচায় হ্যালি বেরি। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেত্রী শাখায় প্রথম অস্কার জয় করেন
যারা জানেন না তাদের জন্য বলা, ২০০৩ সালে অ্যাড্রিয়েন ব্রডি ‘দ্য পিয়ানিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। আর সেই পুরস্কারটি তুলে দিতে মঞ্চে এসেছিলেন আরেক অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। পুরস্কার পাওয়ার আনন্দে দিশেহারা হয়ে বেরিকে ঠোটে চুমু খান ব্রডি। সে সময় এই ঘটনা দারুণ আলোচিত হয়।
২২ বছর পর আজ আবারও সেরা অভিনেতার (দ্য ব্রুটালিস্ট ছবির জন্য) পুরস্কার পেলেন অ্যাড্রিয়েন ব্রডি। অস্কারের লাল গালিচায় হ্যালি বেরিকে পেয়ে তিনি তিনি আর অপেক্ষা করেননি। একই উচ্ছ্বাসের সঙ্গে চুমু খান বেরিকে!
দ্য ব্রুটালিস্ট ছবির জন্য আজ সেরা অভিনেতার অস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি
পহেলা রমজান থেকে বৈশাখী টিভিতে শুরু হয়েছে স্থপতি, লেখক, নির্মাতা ও পর্যটক শাকুর মজিদের ৩০ পর্বের প্রামাণ্যচিত্র ‘ইসলামের স্থাপত্যধারা’। প্রতিদিন ইফতারের পর দেখানো হচ্ছে অনুষ্ঠানটি। বিগত ১৪০০ বছর ধরে ইসলামের বিকাশের সাথে সাথে বিশ্বব্যাপী ইসলামী স্থাপত্যধারার যে বিকাশ ও বিবর্তন ঘটেছিল- উমাইদ, আব্বাসী, ফাতেমীয়, মামলুক, আইয়ুবীয়, সুলতানী, তুঘলকী, মুঘল আমল থেকে শুরু করে বর্তমান আমলের নির্বাচিত স্থাপনাগুলোই স্থান পেয়েছে এ ধারাবাহিক প্রামাণ্যচিত্রে।
স্থপতি, লেখক, নির্মাতা ও পর্যটক শাকুর মজিদ
এ প্রামাণ্যচিত্রের পর্বগুলো সাজানো হয়েছে যেভাবে তাহলো- ইসলামি স্থাপত্যের সূচনাকাল-উমাইয়া আমল, ওমর ইবনে আল-আস মসজিদ দিয়ে মিশরে ইসলামি স্থাপত্যের সূচনা, কুব্বাত আস সাখরা: প্রথম গম্বুজের ব্যবহার, উকবা মসজিদ: তিউনিশিয়ায় ইসলামি স্থাপনার সূত্রপাত, করদোবায় মুরিশ স্থাপত্যকৌশলের সূচনা, ৮ম শতাব্দীতে শুরু হয় আব্বাসী রীতির বিশালাকার স্থাপত্য, আব্বাসী রীতির ইবনে তুলন মসজিদ, বাগদাদকেন্দ্রিক আব্বাসী আমলের স্থাপত্য, ১০ম শতাব্দীতে মিশরে শুরু হয় ফাতিমী ধারার স্থাপত্যকৌশল, ১২শ শতাব্দীতে মিশরে শুরু হওয়া আইয়ূবী ধারার দুর্গকেন্দ্রিক স্থাপত্য, ১৪শ শতাব্দীতে স্পেনে গড়ে ওঠে মুরিশধারার প্রাসাদ, ১৪শ শতাব্দী থেকে তুর্কিতে বিকাশ লাভ করে ওসমানী রীতির স্থাপত্য, হাজিয়া সোফিয়ার রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হলো মসজিদের নতুন ধারা, মামলুক আমল: ইসলামী স্থাপত্যকলার বসন্তকাল, মিশরে যেভাবে ওসমানী রীতির স্থাপত্যকৌশল বিকশিত হল, নিও-বারোক রীতির ওরতাগো মসজিদ, চীনের সিনো-ইসলামিক ধারার স্থাপত্য, মালয়েশিয়ার ইন্দো-মালে রীতির স্থাপত্য, মালয়েশিয়ার আধুনিক মসজিদ, বাংলার মসজিদ স্থাপত্যের সূচনাকাল, মধ্যযুগের প্রাক-সুলতানী আমলের বাংলার স্থাপত্য, সুলতানী আমলে বাংলার মসজিদ, বাংলার প্রাক-মুঘল স্থাপত্য, মুঘল আমলের মসজিদের বিস্তার, বাংলায় মুঘলরীতির স্থাপত্য, বাংলায় মিশ্ররীতির চিনি টিকরির মসজিদ, বাংলায় বৃটিশরীতির মসজিদ স্থাপত্য, বায়তুল মোকাররম, কাবাঘরের স্থাপত্যরীতির প্রতিরূপ, মুরিশরীতির আধুনিক মসজিদ, সর্বশেষ পুত্রা মসজিদ। যেখানে সকল রীতির স্থাপত্যরূপের মিশ্রণ রয়েছে- সেসবই উঠে এসেছে এ প্রামাণ্যচিত্রে।