চীন সফরে যাচ্ছেন জবি উপাচার্য

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে চীন সফরে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: রেজাউল করিম।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টায় চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। আগামী ২১ মার্চ দেশে ফিরবেন তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, এই সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। সফর শেষে অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি আগামী ২১ মার্চ , শুক্রবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, উপাচার্যের ছুটিকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন

বিজ্ঞাপন