ইউএপি সিএসই অ্যালামনাই'র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও ইফতার মাহফিল

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সিএসই বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। এতে সভাপতি হিসেবে মোঃ নেছার রহমান পরাগ এবং সেক্রেটারি হিসেবে মোঃ আসওয়াদ আহমেদ শামস দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সম্প্রতি এক বর্ণাঢ্য গেট টুগেদার ও ইফতার মাহফিল আয়োজনে দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। বিদায়ী কমিটি, নতুন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করে। এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি করে এবং এলামনাইদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র ও এম্বট্রোনিকস লিমিটেডের সিইও সামদাদ তানভীর।। ইউএপির কোষাধ্যক্ষ ড. শেখ আনোয়ার হোসেন, সিএসই বিভাগীয় প্রধান ড. শাহ মুর্তজা রশিদ আল মাসুদ, অধ্যাপক ড. অলোক কুমার সাহা, সহকারী অধ্যাপক মোঃ শাম্মী আখতার, সহকারী অধ্যাপক মোঃ এ এস জাফরুল্লাহ মমতাজ।

অনুষ্ঠানে উপস্থিত সবাই ইফতার মাহফিলে অংশ নেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। বক্তারা অ্যালামনাই নেটওয়ার্কের গুরুত্ব ও ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রাণবন্ত এই মিলনমেলার মাধ্যমে অ্যালামনাই সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হলো এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে নতুন পরিকল্পনার সূচনা হলো।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি মোঃ শাকিল খান রাজু, আয়েশা সিদ্দিকা রেবা, মোঃ আসিফ আহমেদ, মোঃ মহিদুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ শুভ ও মাহমুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারিহা তামান্না ও ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ তানভির ইনজামাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল শাহ্‌রিয়ার খান নিয়ন, খান মোঃ এনামুল আলম মারুফ ও এস, এম, আশিকুর রহমান এবং কোষাধ্যক্ষ সালমান মোঃ সুলতান। এছাড়াও ১নং সদস্য এস, এম, ফজলে রাব্বি (জন) সহ আরও ২৪ জনের কার্যকরী সদস্য পরিষদ রয়েছে।