নানামুখী সমস্যায় জর্জরিত শেকৃবির বিজয় ২৪ হল
-
-
|

ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয় '২৪ আবাসিক হলে দীর্ঘদিন ধরে নানামুখী সমস্যা বিরাজমান থাকলেও হল কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলেছেন হলটির সাধারণ শিক্ষার্থীরা। যা হলটির শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। হল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং অপারগতার অভিযোগ তুলে হল প্রোভোস্টের পদত্যাগের দাবিও তুলছেন অনেক শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ সময় থেকে পানি সংকট, লিফট নষ্ট থাকা এবং হলের অপরিচ্ছন্নতা নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে হলটির সাধারণ শিক্ষার্থীদের মাঝে ।দীর্ঘ সময় বিরাজমান এসকল সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়নি হলটির দায়িত্বরত কর্তৃপক্ষ।
তাছাড়া গত ১৪ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ইফতার কর্মসূচিতে অন্যান্য হলে ইফতারের মান সন্তোষজনক হলেও, বিজয় '২৪ হলে খাবারের নিম্নমান নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তীব্র অসন্তোষ সৃষ্টি করে। হলটির শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ইফতারে দেওয়া ভাত ছিল শক্ত, মাংসের পরিমাণ ছিল অপ্রতুল, যা অন্য হলগুলোর তুলনায় অনেক কম। এসব বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হয়নি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন অনেকে। সেখানে খাবারের মান নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এছাড়া, দীর্ঘদিন ধরে হলে খাবার পানির সংকট রয়েছে, যা রমজান মাসে আরও প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে ইফতার ও সাহরির সময় পর্যাপ্ত পানি না পাওয়ায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। একই সঙ্গে, হলের লিফট নষ্ট থাকলেও তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি, যা বসবাসরত শিক্ষার্থীদের চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে।
এ বিষয়ে বিজয়' ২৪ হলের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিব জানান, হলে ৮ বা ৯ টার পর থেকে কোন পানি থাকে না সেহেরীতেও পানি থাকে না। ওয়াশ রুম এর অবস্থা খুবই বাজে তিন সপ্তাহ তো হয়ে গেছে ওয়াশরুম ক্লিন করা হয় না।হলের ফ্লোর পরিষ্কার করা হয় না, একাধিকবার হলের প্রভোস্ট স্যারকে বলা হলেও তা কোন অগ্রগতি নেই।
শিক্ষার্থীদের দাবি, হলের এসব সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসলেও হল প্রশাসন উদাসীন। তারা এ পরিস্থিতির জন্য হলের প্রভোস্টকে দায়ী করে তার পদত্যাগের দাবি তুলেছেন। শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যাগুলোর সমাধান এবং খাবারের মান উন্নয়নের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বিজয়' ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জাহিদুল রাহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ব্যাস্ত আছেন বলে জানান। পরবর্তীতে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।