কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ২৫ শিক্ষার্থী
-
-
|

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনকারীদের ওপর হামলায় মদদ দেয়ার সংশ্লিষ্টতায় ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। একই সাথে হামলায় জড়িত ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া আরও ১০ শিক্ষকের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে৷
সোমবার (১৭ মার্চ) প্রায় চৌদ্দ ঘণ্টাব্যাপি চলা সিন্ডিকেট সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
৯ শিক্ষক বরখাস্ত, ১০ জনের বিষয়ে স্ট্রাকচার্ড কমিটি গঠন:
তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক জুলাই গণঅভ্যুত্থানে জাবিতে আন্দোলনকারীদের ওপর হামলায় মদদ দেয়ার অভিযোগে ৯ জন শিক্ষককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে অধিকতর তদন্তের জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ১৫-১৭ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১০ জন শিক্ষকের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে৷
ছাত্রলীগের ২৮৯ জন সাময়িক বহিষ্কার:
অন্যদিকে জুলাই আন্দোলন চলাকালীন ১৪-১৭ জুলাই তারিখে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে শনাক্ত হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷
বহিষ্কৃতদের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের সাথে জড়িতদের সনদপত্র স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এছাড়া স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত বা বিশেষ ক্ষেত্রে সনদপত্র স্থগিত করা হবে বলে জানানো হয়েছে। অপরদিকে নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
জাবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন স্থগিত:
বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ এর আওতায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তারা না পড়লেও বিশ্ববিদ্যালয়ের সাথে দায়ের কারণে অবসরপ্রাপ্তদের সংশ্লিষ্টতা যেখানে আছে সেখানে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট৷ এরই প্রেক্ষিতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে জাবির সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসানের পেনশন তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷
২ কর্মকর্তা ও ১ কর্মচারী সাময়িক বরখাস্ত:
জুলাই হামলার সংশ্লিষ্টতার ঘটনায় ২ কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এছাড়াও এ ঘটনায় সশ্লিষ্টতার দায়ে একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১৭তম ব্যাচের সামিয়া নামের এক শিক্ষার্থীর শরীরে হাত দেওয়ায় অভিযোগ উঠে ভিক্টর ক্লাসিকের হেল্পারের বিরুদ্ধে। এই ঘটনায় ভিক্টর ক্লাসিকের ১০ টি বাস ক্যাম্পাসের সামনে আটক করে রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৭ মার্চ) বিকালে ভিক্টর ক্লাসিক বাসে উঠতে গিয়ে যৌন হয়রানির শিকার হন ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী সামিয়া জানান,আমি গুলিস্তান থেকে বাসে উঠতেছিলাম। উঠার সময় হেল্পার আমার শরীরে বাজে ভাবে স্পর্শ করে। আমি বাসে উঠে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করি আপনার হেল্পার আমাকে এভাবে স্পর্শ করলো কেন। কেউ তখন জবাব না দিয়ে জিনিসটাকে মজা হিসেবে নিচ্ছিল।
সামিয় আরও বলেন, এই সময় হেল্পার মুখ চেপে হাসতেছিল। কেউ কোনো প্রতিবাদ করতেছিলো না। পরবর্তীতে আমি আমার বন্ধুদের গ্রুপে বিষয়টি জানাই।
ঘটনা জানাজানি হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভিক্টর ক্লাসিকের ১০ টি বাস আটক করে চাবি নিয়ে আসে। শিক্ষার্থীরা জানায়,আমরা এই বিষয়টির সুষ্ঠু বিচার চাই। এভাবে আমাদের শিক্ষার্থীরা হয়রানি হবে তা মানা যায়না।
ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী নাদিম বলেন,একজন বাস হেল্পার এর সাহস কিভাবে হয় এভাবে প্রকাশ্যে কাউকে যৌন হয়রানি করার। বার বার ছাড় দেওয়া হয় বলে আমাদেএ শিক্ষার্থীরা হয়রানি, মারধর এর শিকার হয়। এবার এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে চীন সফরে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: রেজাউল করিম।
সোমবার (১৭ মার্চ) দুপুর ২টায় চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। আগামী ২১ মার্চ দেশে ফিরবেন তিনি।
জানা যায়, এই সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। সফর শেষে অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি আগামী ২১ মার্চ , শুক্রবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, উপাচার্যের ছুটিকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। এ বছরের জুলাই মাস থেকে এ কোর্স চালু হওয়ার কথা রয়েছে।
রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম (পিএইচডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সভায় কোর্স চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ বিষয়ে খুব শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেসবাহ-উল-আজম সওদাগর, জবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক দেবাশিস বিশ্বাস।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, আজকের আলোচনার মাধ্যমে আমরা একটি প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামী জুলাই মাস থেকেই চীনা ভাষা কোর্স চালু করতে সক্ষম হবো বলে আশা রাখি। আসন্ন রমজানের ঈদের পর এপ্রিলের মাঝামাঝি সময়ে তাদের সাথে একটি এমইইউ স্বাক্ষরিত হবে এবং ওই দিনই চায়না ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির উপর একটি প্রোগাম হবে আমাদের ক্যাম্পাসে। চীনা ভাষা কোর্স চালু করার ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কার্যক্রম পরিচালনা করে আসছে তা সফলতার দ্বারপ্রান্তে পৌছে গেছে।