জুলাই আন্দোলনে হামলা

জাবির ৯ শিক্ষক বরখাস্ত, বহিষ্কার ২৮৯ শিক্ষার্থী

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকারীদের ওপর হামলায় মদদ দেয়ার সংশ্লিষ্টতায় ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। একই সাথে হামলায় জড়িত ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া আরও ১০ শিক্ষকের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে৷

সোমবার (১৭ মার্চ) প্রায় চৌদ্দ ঘণ্টাব্যাপি চলা সিন্ডিকেট সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

বিজ্ঞাপন

৯ শিক্ষক বরখাস্ত, ১০ জনের বিষয়ে স্ট্রাকচার্ড কমিটি গঠন:

তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক জুলাই গণঅভ্যুত্থানে জাবিতে আন্দোলনকারীদের ওপর হামলায় মদদ দেয়ার অভিযোগে ৯ জন শিক্ষককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে অধিকতর তদন্তের জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। 

বিজ্ঞাপন

এছাড়া ১৫-১৭ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১০ জন শিক্ষকের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে৷ 

ছাত্রলীগের ২৮৯ জন সাময়িক বহিষ্কার:

অন্যদিকে জুলাই আন্দোলন চলাকালীন ১৪-১৭ জুলাই তারিখে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে শনাক্ত হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷

বহিষ্কৃতদের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের সাথে জড়িতদের সনদপত্র স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এছাড়া স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত বা বিশেষ ক্ষেত্রে সনদপত্র স্থগিত করা হবে বলে জানানো হয়েছে। অপরদিকে নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

জাবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন স্থগিত:

বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ এর আওতায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তারা না পড়লেও বিশ্ববিদ্যালয়ের সাথে দায়ের কারণে অবসরপ্রাপ্তদের সংশ্লিষ্টতা যেখানে আছে সেখানে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট৷ এরই প্রেক্ষিতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে জাবির সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসানের পেনশন তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷

২ কর্মকর্তা ও ১ কর্মচারী সাময়িক বরখাস্ত:

জুলাই হামলার সংশ্লিষ্টতার ঘটনায় ২ কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এছাড়াও এ ঘটনায় সশ্লিষ্টতার দায়ে একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷