চবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

  • চবি করেস্পন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চবি শাখা।

শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিজ্ঞাপন

শাখা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক তামজিদ উদ্দিন বলেন, আসলে আমরা চেয়েছিলাম সকল ছাত্র সংগঠনের সহাবস্থান ও শিক্ষার্থী বান্ধব রাজনীতি। আজকে ছাত্র অধিকার পরিষদের ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সেটার প্রতিফলন করতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও দেশ ও জাতির সংকট মোকাবিলায় কাজ করবে সকল ছাত্র সংগঠন।

ইফতার মাহফিলে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে ছাত্র অধিকার পরিষদ চবি শাখার সদস্য সচিব রোমান রহমান বলেন, ছাত্র অধিকার পরিষদ সকল ছাত্র সংগঠনের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে এবং সকলের মধ্যে সহযোগী সম্পর্ক বজায় রাখতে ছাত্র সংগঠনগুলোর উচিৎ কম্বাইন্ড পোগ্রাম আয়োজন করা। ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় থাকলে প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে দুরত্ব কমবে বলেও বিশ্বাস করি।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র মজলিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।