পথচারী-ছিন্নমূল মানুষের মাঝে তেজগাঁও কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও কলেজে শাখার ছাত্রদলের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ইফতার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) বিকাল ৫ টায় তেজগাঁও কলেজের সামনের সড়কের সামনে এই ইফতার বিতরণ করা হয়। এসময় প্রায় ৩ শতাদিক মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।

তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক আহমেদের তত্বাবধায়নে এই ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ১নং সদস্য আনোয়ারোজ্জামান আনোয়ার, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি তরুন মোর্শেদ, সদস্য সচিব সেলিম আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর পরবর্তী সময়ে ইফতারের আগ মুহুর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও সাবেক ছাত্রনেতা তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ আরিফুর রহমান রাসেলের আত্মার মাগফেরাত কামনায় ঢাকার পান্থপথ এলাকায় মারকাজুল কুরআন মাদরাসায় কুরআনের হাফেজদেরকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করা হয়। এসময় মহান আল্লাহর কাছে সারা বাংলাদেশের মানুষের জন্য সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।