মাগুরায় শিশু ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই’,‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘মাগুরায় ধর্ষণের অভিযুক্তদের ফাঁসি চাই’, ‘আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই’, ‘আমি মেয়ে আমি অবহেলিত’,‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যধি’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, না হয় কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো আমরা। আজকে ফেসবুকে ঢুকলে প্রতি রিফ্রেশেই একের পর এক ধর্ষণের সংবাদ সামনে আসে। একের পর এক নারী ধর্ষণের শিকার হচ্ছে। এই নরপশুরা বাচ্চা শিশুদের পর্যন্ত ছাড় দিচ্ছে না। কিন্তু এতকিছুর পরেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে দেখিনি। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। একজনকে দৃশ্যমান শাস্তি দিতে পারলে সবাই সচেতন হবে। তাই দ্রুত এই ধর্ষকের শাস্তির দাবি জানাই।

বিজ্ঞাপন

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহ সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই বিল্পবে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যদি ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের এসব জুলাই বিল্পব ব্যাহত হব। ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যু দ্রুত কার্যকর করতে হবে যেন আমাদের মা বোন সুস্থভাবে বাঁচতে পারে, নিরাপদে থাকতে পারে।