ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনটা শুরু হল চমক দিয়ে। তারকা বহুল, জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে সাজানো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিলো নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। গুলশানের কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে মোহামেডান।
বিকেএসপির তিন নাম্বার মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরার ও ইফতেখার হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রান করে গুলশান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪০.২ ওভারে ১৯১ রানেই অলআউট হয় মোহামেডান।
মোহামেডানের একাদশের দিকে তাকালে ২৯৯ রানের লক্ষ্যকে খুব একটা বড় মনে হওয়ার কথা না। দলে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রনি তালুকদার ও মোহাম্মাদ সাইফউদ্দিনের মত ক্রিকেটার। তবে এ ম্যাচে তারা সকলে ব্যর্থ। অধিনায়ক তামিম ফিরেছেন মাত্র ২২ রানে। মুশফিকের ব্যাট থেকে এসেছে ৭ রান। আর মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন মাত্র ১০ রান করে। আরিফুল ইসলামের ৭৩ ছাড়া আর কেউ ব্যাট হাতে রানের দেখা পাননি। তাতেই ১৯১ তে থেমেছে মোহামেডান।
এর আগে ব্যাট করতে নেমে লিগের ও নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ইফতেখার। এছাড়া জাওয়াদের ৭৫ রানে ভর করে ২৯৮ রান করে গুলশান।
ম্যাচসেরা হয়েছেন ১১০ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা গুলশানের ইফতেখার।