ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে সেঞ্চুরি করলেন নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের ইফতেখার হোসেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০৮ দুর্দান্ত ইনিংস খেলেছেন ২২ বছর বয়সী এ ব্যাটার। চলতি ডিপিএলে এটিই প্রথম শতক।
বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ইফতেখার ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাসুম আহমেদের মতো বোলারদের সামলে ৯ চার ও ৩ ছক্কায় ১১০ বলে লিস্ট 'এ’ ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তিনি ।
প্রিমিয়ার লিগের গত আসরে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে লিস্ট 'এ' অভিষেক হয় ইফতেখারের। সেবার নিজেকে মেলে ধরতে পারেননি এ ব্যাটার। ১৩ ম্যাচে ছিল না কোনো ফিফটি। মাত্র ১৫.২৩ গড়ে তিনি করেন ১৯৮ রান, সর্বোচ্চ ৪১।
বছর ঘুরতেই এবার নতুন আসরে প্রথম ম্যাচে নতুন রূপে ধরা দিলেন ইফতেখার। ৬৬ বলে ফিফটি করার পর সেখান থেকে তিন অঙ্কে যেতে তার লাগে আর ৩৮ বল।
ইফতেখারের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৮ রানের বিশাল সংগ্রহ পায় গুলশান। মোহামেডানের হয়ে ১০ ওভারে ৬৬ রান খরচায় ৪ উইকেট নেন আবু হায়দার রনি।