২০১২ এবং ২০১৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর কলকাতার এক দশকের স্বপ্ন পূরণ হয়েছিল অধিনায়ক শ্রেয়াস আইয়ারের হাত ধরে। ২০২৪ সালের সর্বশেষ আইপিএলে দলকে শিরোপা এনে দিয়েছিলেন আইয়ার।
তবে এবারের আইপিএলে আইয়ারকে দলে ফেরায়নি কেকেআর। আইয়ারের নতুন গন্তব্য কিংস ইলেভেন পাঞ্জাব। তাই স্বাভাবিকভাবেই কেকেআরকে বেছে নিতে হতো নতুন কোনো অধিনায়ক। তবে তার জন্য কেকেআর ভক্তদের অপেক্ষা শেষ হলো আইপিএল শুরু হওয়ার ১৯ দিন আগেই। ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে।
গত আসরে চেন্নাই সুপার কিংসে বাজে আসর কাটানো রাহানেকে কেকেআর দলে ভিড়িয়েছে দেড় কোটি রূপিতে। এরআগে এবারের আসরকে সামনে রেখে মাত্র এক দল অধিনায়কের নাম ঘোষণা করেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের অধিনায়কত্ব করবেন ঋষভ পন্ত।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২২ মার্চ ইডেন গার্ডেনে কেকেআর মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর।