এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলবে ভারত। কন্ডিশন বিবেচনায় ভারতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছিল পাঁচ স্পিনার। সেটা নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। তবে তা নিয়ে মাথা ঘামায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ পেসার ও ৪ স্পিনার নিয়ে খেলেছে ভারত।
স্পিনারদের উপর ভরসার প্রতিদানও পেয়েছে রোহিত শর্মার দল। চার স্পিনার মিলে এদিন নিয়েছেন ৯ উইকেট। মোট ৪৫.৩ ওভারের মাঝে ভারতীয় স্পিনাররাই করেছেন ৪১.৩ ওভার। নিউজিল্যান্ড ৪.৩ ওভার আগেই অলআউট না হলে হয়ত এক ইনিংসে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ ওভার করানোর রেকর্ডটি নিজেদের করে নিত ভারত।
এক ইনিংসে স্পিনারদের দিয়ে সর্বাধিক ওভার করানোর রেকর্ডটি শ্রীলঙ্কার দখলে। স্পিনারদের দিয়ে ৪৪ ওভার করিয়েছিল লঙ্কানরা। আর ৩.৪ ওভার স্পিনাররা করলেই এ রেকর্ডটি নিজেদের করে নিত রোহিত শর্মার দল।
এদিন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল বল করেছেন দশ ওভার করে। কুলদ্বীপ যাদব ৯.৩ ও রবীন্দ্র জাদেজা করেছেন ৮ ওভার। বরুণ ১০ ওভার বল করে ৪২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।