দেশে করোনা আক্রান্ত ৯০৬১৯, মৃত্যু ১২০৯

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:55:51

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ১২০৯ জনের প্রাণহানি হলো।

সোমবার (১৫ জুন) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুন পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি।

হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন মোট ৩৪ হাজার ২৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে ব্রিফিংয়ে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা।

এ সম্পর্কিত আরও খবর