রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীতে একটি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা তাই করছি।
তিনি বলেন, এই আলোচনা অব্যাহত থাকবে, সামনে ছুটিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেসব বিষয়েও আলোচনা অব্যাহত থাকবে। আলোচনার মধ্য দিয়েই জাতীয় ঐকমত্য তৈরি হবে।
বিএনপি আগামী দুই একদিনের মধ্যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক বসবে বলেও এ সময় জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।