জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম |

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সৈয়দপুর শাখার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) উক্ত মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহিফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা প্রতিনিধি আরিফ জামিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা দিদারুল আলম, পোপাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি এস এম সাইফু, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, ইউসুফ রেজা।আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা শেখ মোহসেন আলী, বিশিষ্ট রাজনৈতিক মেহেদী হাসান সুজন, যুক্তরাষ্ট্র প্রবাসী ও সায়েরা ইউসুফ খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার এম রেজাউল করিম, এস এম, শাহাদাত, এস এম আখতার, বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ ।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের মাস। এই মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমাদের নৈতিক ও আত্মিক উন্নয়ন সাধন করা উচিত।’ তিনি আরও বলেন, ‘ইসলামের আদর্শ অনুযায়ী সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোপাদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি এস এম ওসমান গনি। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী সমাজে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। রমজান আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।’

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, সৈয়দপুর শাখা, রমজানের সুমহান শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

এ সম্পর্কিত আরও খবর