সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মশাল হাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) রাতে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়ে চলেছে, যা সমাজের জন্য ভয়ংকর হুমকি। তাই এ ধরণের অপরাধ বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা আরও বলেন, অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সেজন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
বিক্ষোভে নেতৃত্ব দেন মিরাজ ইমতিয়াজ, তোফাজ্জেল হোসেন, রুশদা ইসলাম রিপা ও সান মাহমুদ সাকের। তারা বলেন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক কঠোরতা প্রয়োজন। দোষীদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত না করা গেলে এই অপরাধ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।