বিশ্বাসই হয় না তিনি গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া

ঢালিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-07 15:07:43

প্রকাশিত হয়েছে আসন্ন ঈদের ছবি ‘জ্বীন ৩’-এর দ্বিতীয় পোস্টার। যেখানে দেখা গেল আবদুন নূর সজল ও তানিয়া আহমেদকে।

তাদের মাঝে কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত!

যারা নিয়মিত সিনেমা দর্শক, তারাও প্রথম দর্শনে চিনতে পারবেন না যে তিনি গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া! পোস্টারটি দেখে নজর আঁটকে যাচ্ছে তার দিকে।

নুসরাত ফারিয়া

কৌতূহলে দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে!

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানান, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।

 ‘জ্বীন ৩’-এর পোস্টার

‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া।

এ সম্পর্কিত আরও খবর