বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড। আজ (২৭ মার্চ) রাতে লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে (বাংলাদেশ সময় ২৮ মার্চ ভোর ৬টায়) এর ৯৪তম আসর বসবে।
২৩টি ক্যাটাগরিতে অস্কার ঘোষণা করা হলেও সবচেয়ে আলোচনার জন্ম দেয় বেস্ট পিকচার, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাকট্রেস ও বেস্ট ডিরেক্টর- এই চার ক্যাটাগরি।
অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। বাংলাদেশের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে। এছাড়া হটস্টারেও সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠান প্রচার শুরু হবে। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হবে টুইটারে।
এবারের আসরে পুরস্কার ঘোষণা করবেন হ্যালে বেইলি, শন ড্রাডি কম্বস, জেমি লি কার্টিস, উডি হ্যারেলসন, স্যামুয়েল এল জ্যাকসন, শন মেন্ডেস, টাইলার পেরি, ট্রেসি এলিস রস, রুথ ই কার্টার, কেভিন কস্টনার, অ্যাম্হনি হপকিন্স, লিলি জেইমস, ড্রানিয়েল কালুইয়া, জোয়ি ক্রাভিত্স, মিলা কুনিস, লেডি গাগা, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক, লুপিটাহ নিয়ং গোউ, রোজি পেরেজ, ক্রিস রক, নাওমি স্টট, ওয়েসলি স্নাইপস, ইউমা থারম্যান, জন ট্রাভোল্টা ও ইয়হ-জং ইয়ূন। উল্লেখ্য, ৯৪তম এই আসরটির মাধ্যমে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হবেন।
এবারের আসরে সর্বাধিক মনোনয়ন পেয়ে এগিয়ে রয়েছে দ্য পাওয়ার অব দ্য ডগ (১২), ডুন (১০), বেলফাস্ট (৭), ওয়েস্ট সাইড স্টোরি (৭), কিং রিচার্ড (৬), ডোন্ট লুক আপ (৪), নাইটমেয়ার অ্যালি (৪), ড্রাইভ মাই কার (৪) সিনেমাগুলো।
এছাড়া বিদেশি ভাষার সিনেমায় ভুটানের লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম ও জাপানের ড্রাইভ মাই কার সিনেমা দুটি আলোচনায় রয়েছে। এবার দেখার বিষয় কে হাসেন শেষ হাসি