বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরি অভিষেক কোথায়?

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হামজা দেওয়ান চৌধুরি

হামজা দেওয়ান চৌধুরি

অবশেষে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। তার আন্তর্জাতিক অভিষেক হতে পারে ২৫ মার্চ ভারতের শিলংয়ে, এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে। তবে দেশের মাটিতে প্রথমবার খেলবেন ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায়। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন,
'১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে। ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে এসে এটি দেখতে চাইবে। জাতীয় স্টেডিয়াম দেশের প্রধান ফুটবল ভেন্যু। তাই আমরা চাই, জাতীয় স্টেডিয়ামে একটি বড় ম্যাচ দিয়েই ফুটবল ফিরুক।'

বিজ্ঞাপন

তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় দল কিংস অ্যারেনায় ম্যাচ খেলছে, কারণ জাতীয় স্টেডিয়ামে সংস্কারকাজ চলছিল। তবে জুনের আগেই স্টেডিয়াম খেলার উপযোগী করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে বাফুফে।

হামজা চৌধুরি ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সিলেট এসে পৌঁছাবেন। তাকে অভ্যর্থনা জানাতে বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এরপর তিনি হবিগঞ্জে তার পরিবারের সঙ্গে দেখা করবেন। ১৮ মার্চ ঢাকায় টিম হোটেলে যোগ দিয়ে ১৯ মার্চ থেকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। ২০ মার্চ দল শিলংয়ে রওনা হবে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য।

বিজ্ঞাপন

এদিকে আজ কম্পিটিশন কমিটির সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজন করা হবে। ফুটবলের বিস্তার ও ভেন্যুর উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত বলে জানান কমিটির সদস্য ইকবাল হোসেন।

এছাড়া দেশের আটটি বিভাগীয় স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের ব্যবহারের জন্য নির্বাহী কমিটির কাছে প্রস্তাব দেওয়া হবে।