বিশ্ব ক্রিকেটে ভারতই সবকিছু নিয়ন্ত্রণ করে

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বিশেষ সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। এবার সেই তালিকায় নাম লেখালেন শতাব্দীর আরেক সেরা খেলোয়াড় ভিভের সতীর্থ অ্যান্ডি রবার্টস।

ভারতের সব ম্যাচ একই ভেন্যুতে খেলা হওয়ায় টুর্নামেন্টে তারা বিশেষ সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারও। তবে তাদের কারো কথা আমলে নেয় নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার আইসিসির প্রতি ক্ষোভ ঝাড়লেন অ্যান্ডি রবার্টস। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কাছে আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই তো সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, শোনেন নো বল আর ওয়াইড থাকার দরকার নেই।আমি বলছি, ধরে নেন আইসিসি ভারতের দাবি মেনে নিতে কিছু একটা বের করে ফেলবে।’

বিজ্ঞাপন

ভারত বাড়তি সুবিধা পাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর একটা বিহিত হওয়া দরকার, ভারত তো সবকিছু পেতে পারে না। কোনো কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা। ভারত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে। সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে, সেটি তারা আগেই জেনে গিয়েছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ভ্রমণই করতে হলো না। কোনো টুর্নামেন্টে একটি দল কীভাবে ভ্রমণ না করে পারে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে অবশ্য ভারতের কোচও জোরগলার অস্বীকার করেছিলেন যে তার দল বাড়তি কোন সুবিধা পাচ্ছে না। সেবার তিনি বলেছিলেন, ‘আমরা তো এখানে (দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে) এক দিনও অনুশীলন করিনি। আমরা অনুশীলন করেছি আইসিসি একাডেমিতে। দুই ভেন্যুর কন্ডিশনে তো ১৮০ ডিগ্রি পার্থক্য আছে।’

বিজ্ঞাপন