লিভারপুলের স্বপ্ন ভেঙে শেষ আটে পিএসজি
-
-
|

লিভারপুলের স্বপ্ন ভাঙল
লিভারপুলের স্বপ্ন ভাঙল
রোহিত শর্মা ও বিরাট কোহলি
দিন কয়েক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে রোহিত শর্মার ভারত। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও সুখবর পেলেন তিনি। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারত অধিনায়কের। ফাইনালের নজরকাড়া ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ পাইয়ে দিয়ে দুই ধাপ এগিয়ে উঠে এলেন দুইয়ে।
আজ বুধবার ওয়ানডে ক্রিকেটে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৭৫৪ পয়েন্ট নিয়ে সতীর্থ বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার এনরিখ ক্লাসেনকে পেছনে ফেলে সেরা তিনে রোহিত শর্মা। বৈশ্বিক এ আসরের আগে ওয়ানডে ক্রিকেটে ফর্মে ছিলেন না। যে কারণে দলে তার জায়গা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে ব্যাটে জড় তুলে সব সমালোচনা থামিয়ে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের বিরুদ্ধে ৮৩ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তারই পুরস্কার পেলেন হিটম্যান খ্যাত এই ব্যাটার।
অবশ্য ব্যাটারদের তালিকায় সবার ওপরে আছেন রোহিত সতীর্থ শুভমান গিল। আর ৭৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বাদ পড়া পাকিস্তানের ব্যাটার বাবর আজম। এক ধাপ অবনমন হয়ে পাঁচে আছেন বিরাট কোহলি।
এদিকে ওয়ানডেতে বোলারদের তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার মহীশ থিকশানা। তিন নম্বরে উঠে এলেন ভারতের কুলদীপ যাদব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭ উইকেট নিয়েছেন তিনি। দুইয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দশ নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ রানে ২ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ১৮তম অবস্থানে আছেন মাইকেল ব্রেসওয়েল।
অলরাউন্ডারদের মধ্যে যথারীতি সিংহাসন ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। দুইয়ে আছেন তার সতীর্থ মোহাম্মদ নবী। তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
জাসপ্রিত বুমরাহ
বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোটে পড়েন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। শুরুতে ব্যাক স্পাজম মনে করা হলেও পরে জানা যায় এটি স্ট্রেস রিলেটেড চোট। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না তিনি। চলতি মাসে শুরু হতে যাওয়া আইপিএলকে সামনে রেখে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাবের মধ্য দিয়ে মাঠের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। তবে মাঠে নামার আগে তাকে নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করলেন সাবেক কিইউ পেসার শেন বন্ড।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে বুমরাহ চোট নিয়ে কথা বলেন বন্ড। তিনি বলেন, ‘যখন বুমরা সিডনিতে স্ক্যানের জন্য মাঠ ছাড়লো, তখন জানানো হলো যে ওর পিঠে টান লেগেছে। আমি তখনই ভেবেছিলাম, এটি শুধুই মচকে যাওয়া নয়, বরং তার পিঠের হাড়ে কোনো গুরুতর সমস্যা হতে পারে। তখনই আমি বুঝতে পেরেছিলাম, তেমন কিছু হলে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না।’
ক্যারিয়ারে একসময় মুম্বাইয়ের বোলিং কোচ ছিলেন সাবেক এই কিউই গতি তারকা। যে কারণে বুমরাকে কাছ থেকে দেখেছেন বন্ড। সেই অভিজ্ঞতা থেকেই বুমরাকে নিয়ে বিসিসিআইকে সতর্ক করেছেন তিনি। আইপিএলের পরপরই তাকে টেস্ট খেলানো নিয়ে তিনি জানান, ‘আমি মনে করি, বুমরা ঠিকই থাকবে, তবে তার ওয়ার্ক লোড ঠিকভাবে ম্যানেজ করতে হবে। যেকোনো সময় টি-টোয়েন্টি থেকে সরাসরি টেস্ট খেলা কঠিন। একদিনের ক্রিকেটে সেটা তুলনামূলক সহজ; কারণ, আপনি সপ্তাহে তিনটি ম্যাচ খেলবেন, অনুশীলন করবেন, যেখানে ৪০ ওভারের আশপাশে বোলিং হবে, যা মোটামুটি টেস্ট ম্যাচের কাছাকাছি।’
আইপিএলের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানে বুমরাকে টানা দুটি টেস্টের বেশি ম্যাচে দেখতে চান না বন্ড। এ সর্ম্পকে তিনি জানান, ‘বুমরাহ ভারতের পরবর্তী বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইংল্যান্ড সিরিজে আমি চাইব না টানা দুটির বেশি ম্যাচ খেলুক। আইপিএল থেকে সরাসরি টেস্ট ম্যাচে খেলা বড় ঝুঁকির। তাই কীভাবে তাকে সামলানো হবে, সেটাই মূল ব্যাপার।’
তামিম ইকবাল
ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে আছেন তামিম ইকবাল। আগের ম্যাচেই পেয়েছেন শতরান। সেই রেশ না কাটতেই ফের তার ব্যাটে আরেকটি সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ তামিমের শতকে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ জয়ে ৪ ম্যাচে ৩ জয় ৬ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় লিগ টেবিলের ৩ স্থানে আছে দলটি।
বিকেএসপিতে আজ শুরুতে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে অলআউট হয়ে ১৮৭ রান সংগ্রহ করে ব্রাদার্স। জবাবে ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২.৫ ওভারেই জয়ের দেখা পায় মোহামেডান। জাতীয় দলকে বিদায় বলে দেওয়া তামিম লিস্ট এ ক্রিকেটে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে নিজেকে চেনাচ্ছেন নতুনভাবে। এবারের আসরে মোহামেডানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন এই ওপেনার।
টস হেরে ব্যাট করতে নামা দলের ওপেনিং ব্যর্থতার পর দলের হাল ধরেন তিনে নামা ইমতিয়াজ হোসেন। ৫৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে তাইজুল হোসেনের বলে আউট হন তিনি। আইছ মোল্লাহ করেন ৩২ রান। অধিনায়ক মাইশুকুর রহমান করেন ১৯ রান। তাতে শেষপর্যন্ত ১৮৭ রানের মাঝারি পুঁজি সংগ্রহ করে দলটি। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। ৩ টি উইকেট নেন আবু হায়দার রনি। মেহেদি হাসান মিরাজ নেন ২টি উইকেট।
জবাবে ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার তামিম ইকবাল ও তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের জুটিতে জয় তুলে নেয় মোহামেডান। ৯৬ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তামিম। আর অঙ্কন যোগ করেন ৭৫ রান। ব্রাদার্সের হয়ে ১ টি উইকেট তুলে নেন আল আমিন হোসাইন।
সংক্ষিপ্ত স্কোর :
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড: ৪৮.৪ ওভারে ১৮৭/১০( ইমতিয়াজ ৪৩,আইছ ৩২;তাইজুল ৩১/৪,রনি ২৪/৩)
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৩২.৫ ওভারে ১৯১/১(তামিম ১০৫*.অঙ্কন৭৫*)
ফল : মোহামেডান ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তামিম ইকবাল
মাহফুজুর রাব্বি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বুধবার লো-স্কোরিং ম্যাচে মাহফুজুর রাব্বির ঘূর্ণিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। দারুণ এ জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ দুইয়ে আছে দলটি।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার আবাহনীর মাহফুজুর রাব্বির বোলিংয়ের তোপে লন্ডভন্ড হয়ে যায় পারটেক্স শিবির। তাতে ৩৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০০ রানে থামে তারা। ১০১ রানের স্বল্প পুঁজি তাড়ায় মাত্র ১৪.৩ ওভারে জয়ের দেখা পায় আবাহনী।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। তবে বেশিক্ষণ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। দলীয় ৬৫ রানে ২ উইকেট পড়ার পর ২২ গজে ব্যাটারদের আসা যাওয়ার ব্যস্ততা বাড়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনিংয়ে নামা জয়রাজ শেখ। অধিনায়ক সাব্বির রহমান করেন ২৩ রান। ১৩ রান যোগ করেন আদিল। শেষপর্যন্ত ১০ উইকেট হারিয়ে ১০০ রান তুলে তারা। আবাহনীর বাঁহাতি স্পিনার মাহফুজুর রাব্বি নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও রাকিবুল হাসান।
জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় আবাহনী। ওপেনিংয়ে নামা পারভেজ ইমনের ফিফটি করা ৫৫ ও চারে নামা অলরাউন্ডার সৈকতের অপরাজিত ৩৭ রানে ভর করে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৩৩.১ ওভারে ১০০/১০ (জয়রাজ ৩৬.সাব্বির ২৩; রাব্বি ১৮/৫)
আবাহনী লিমিটিড : ১৪.৩ ওভারে ১০১/২ (ইমন ৫৫,সৈকত ৩৭*; তানভির ৫১/২)
ফল: আবাহনী লিমিটিড ৮ উেইকেটে জয়ী।
ম্যাচসেরা : মাহফুজুর রাব্বি