লিভারপুলের স্বপ্ন ভেঙে শেষ আটে পিএসজি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিভারপুলের স্বপ্ন ভাঙল

লিভারপুলের স্বপ্ন ভাঙল

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর রোমাঞ্চকর দ্বিতীয় লেগে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। অ্যানফিল্ডের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শেষটায় লিভারপুলের স্বপ্ন ভেঙে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।  

প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতে ফিরেছিল লিভারপুল, তবে গতকাল দ্বিতীয় লেগের ১২তম মিনিটেই উসমান দেম্বেলের গোলে সমতা ফেরায় পিএসজি। এরপর দুই দলই একের পর এক আক্রমণ শানালেও মূল সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে লিভারপুলের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠেন দোন্নারুম্মা।  

পেনাল্টি শুটআউটে ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ের নেওয়া শটগুলো রুখতে ব্যর্থ হন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার, যিনি মূল ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন।

অন্যদিকে দোন্নারুম্মা ঠেকিয়ে দেন লিভারপুলের দারউইন নুনিয়েজ ও কার্টিস জোনসের শট। পিএসজির চতুর্থ শটেও গোল হলে লিভারপুলের জন্য ম্যাচ শেষ হয়ে যায়, আর অ্যানফিল্ডের স্তব্ধতা ভেঙে উল্লাসে মাতে পিএসজি শিবির।  

৩৬ দলের লিগ পর্বের সেরা দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া লিভারপুল এবারই প্রথম ইউরোপীয় প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচ জেতার পরও হোম ম্যাচ হেরে বাদ পড়ল।

 অন্যদিকে শেষ ছয় নকআউট ম্যাচের তিনটিতেই প্রথম লেগে পিছিয়ে থেকেও পরের ধাপে উঠল পিএসজি, এর আগে ২০২০ সালে ডর্টমুন্ড ও ২০২৪ সালে বার্সেলোনার বিপক্ষেও একই কীর্তি গড়েছিল তারা।  

লিভারপুল-পিএসজি ম্যাচের পাশাপাশি আরও তিন দল নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট।  

বায়ার্ন মিউনিখ দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে লেভারকুসেনকে হারিয়ে অনায়াসেই পরের রাউন্ডে গেছে।  
আবার ফেইনুর্ডকে ২-১ গোলে (মোট ৪-১) হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে ইন্টার মিলান।  অন্যদিকে বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে জিতে (মোট ৪-১) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।