আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, এবার ওয়ানডে থেকেও অবসর ঘোষণা করলেন তিনি। তার পথ ধরে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

আজ (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, 'আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব সতীর্থ, কোচ, বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ, যারা আমাকে সমর্থন করেছেন। বড় ধন্যবাদ বাবা–মা, শ্বশুর–শাশুড়িকে। বিশেষ করে বড় ভাই ইমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার কোচ ও মেন্টর ছিলেন। সবশেষে আমার স্ত্রী, সন্তানদের ধন্যবাদ জানাচ্ছি।'

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, 'সব কিছুর শেষ ঠিকভাবে হয় না। তবে হ্যাঁ বলে সামনে এগিয়ে যাওয়াটা উচিত।'

গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে, যেখানে ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহর নাম রাখা হলেও তিনি নিজেই সেই তালিকা থেকে নিজেকে সরিয়ে নেন। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, হয়তো এখানেই শেষ হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

বিজ্ঞাপন

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর থেকে ১৭ বছরের ক্যারিয়ারে মাহমুদউল্লাহ ছিলেন জাতীয় দলের অন্যতম ভরসার নাম।

ক্যারিয়ারে অর্জনও কম নয়। ৫০ টেস্টে ২৯১৪ রান, ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি। ২৩৯ ওয়ানডেতে ৪৯৬৯ রান, ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি।
১৪১ টি-টোয়েন্টিতে ২১২২ রান, ৬টি হাফসেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলার হিসেবেও ছিলেন কার্যকরী, তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ১৬৭ উইকেট।

মাহমুদউল্লাহর ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-২০১৫ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি (ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে)। এছাড়া ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। ২০১৮ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল মাহমুদউল্লাহর অবসরে। তবে তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি।