আইসিসির মাস সেরা ক্রিকেটার শুভমান গিল
-
-
|

শুভমন গিল
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। এমন ধারাবাহিক পারফর্মেন্সে তৃতীয়বারের মতো আইসিসির মাস সেরা হয়েছেন তিনি। আর নারীদের মধ্যে মাসের সেরা নির্বাচিত হয়েছেন অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা অস্ট্রেলিয়ান অ্যালান কিং।
চ্যাম্পিয়ন্স ট্রফির ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিল ছিলেন অপ্রতিরোধ্য। সেখানে ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে করেন হাফ-সেঞ্চুরি আর তৃতীয় ম্যাচে সোজা সেঞ্চুরি হাঁকান তিনি। প্রথম ম্যাচে ৮৭ রান, দ্বিতীয় ম্যাচে ৬০ রান ও শেষ ম্যাচে ১১২ রান আসে গিলের ব্যাট থেকে।
ধারাবাহিকতা বজায় রেখে পরের ম্যাচটি খেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানে ফর্ম বজায় রেখে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রান করে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন। এরপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও তিনি ৪৬ রান করেন। তাতে মাসজুড়ে পাঁচটি ওয়ানডে খেলে ৯৪.১৯ স্ট্রাইক রেট ও ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেছেন গিল। তাতে বাজিমাত করেন তিনি। আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা হওয়ায় লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে টপকে মাস সেরার মুকুট ছিনিয়ে নেন তিনি। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরেও সেরা খেলোয়াড় হয়েছিলেন শুবমান।
এদিকে নারী ক্রিকেটে প্রথমবারের মতো মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান কিং। এই স্পিনার অ্যাশেজে এক ম্যাচে ৯টি উইকেট শিকার করেছেন। সতীর্থ আনাবেল সাদারল্যান্ড এবং থাইল্যান্ডের থিপাচা পুত্তাওয়ংকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন তিনি। এর মাধ্যমে টানা তিন মাস মর্যাদাপূর্ণ স্বীকৃতি জিতলেন অস্ট্রেলিয়ান নারী খেলোয়াড়রা।