দেশে ফিরলেন আশরাফুলরা, কোচের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলতে গতকাল (১০ মার্চ) ভারতের রাজস্থানে গিয়েছিল বাংলাদেশ টাইগার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভারতের ইন্ডিয়ান রয়্যালস দলের মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। তবে বিসিবির আপত্তিতে সে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ দল। আর তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পাওয়া হার্শেল গিবস।

ভারতে আয়োজিত এই টুর্নামেন্ট আইসিসি এবং বিসিসিআই থেকে কোনো অনুমোদন পায়নি। এমন অনুমোদনহীন টুর্নামেন্টে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারদের না খেলার জন্য সতর্ক করা হয়েছে। যদি এরপরও কেউ অংশ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছে বিসিবি থেকে। বোর্ডের এমন কঠোর অবস্থানের কারণে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন সাবেক ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে সাবেক টাইগারদের কোচিং করানোর কথা ছিল দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার গিবসের। এদিকে বাংলাদেশ দল ফিরে আসলেও এসব ইস্যুতে কোনো কিছুই জানেন না দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া গিবস। টাইগারদের এমন আকস্মিক ফিরে আসা তাই স্বাভাবিকভাবেই ভালো ভাবে নেননি এই প্রোটিয়া ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে গিবস লিখেছেন,বাংলাদেশ দল আমাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল এবং এখনো ভ্রমণ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি!’