নতুন এক উচ্চতায় রোহিত-বিরাট
-
-
|

বিরাট কোহলি এবং রোহিত শর্মা
প্রায় দেড় দশক ধরে ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসার নাম রোহিত শর্মা ও বিরাট কোহলি। একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তারা, জয় করেছেন বিশ্বকাপসহ বহু শিরোপা। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নেমেই আরও একটি বিশ্বরেকর্ড গড়েন এই দুই মহাতারকা। আর এমন জিতে নেন শিরোপাও।
আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯টি ফাইনাল খেলার কীর্তি এখন তাদের দখলে। রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই তারা পেছনে ফেলেছেন ভারতেরই আরেক কিংবদন্তি যুবরাজ সিংকে, যিনি খেলেছেন ৮টি ফাইনাল।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলেছিলেন রোহিত শর্মা। এরপর ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে খেলেন কোহলি। এরপর একে একে তারা খেলেছেন—২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে শিরোপা জেতেন তারা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ২০২৩ ও ২০২৫ সালের মধ্যে আরও ৪টি আইসিসি ফাইনাল।
বিশ্বমঞ্চে সর্বাধিক ফাইনাল খেলা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজা। তারা খেলেছেন ৮টি ফাইনাল। এরপরই ৭টি ফাইনাল খেলা শ্রীলঙ্কার দুই কিংবদন্তি-কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
রোহিত ও কোহলি তাদের প্রথম আইসিসি ফাইনালে জয়ী দলের সদস্য ছিলেন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে ক্যারিয়ারের শুরু ও শেষ ফাইনাল রাঙিয়েছেন তারা।
বিশ্ব ক্রিকেটে তারা নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন আগেই। নতুন এই রেকর্ড তাদের সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যুক্ত করল। জিতে নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা।