ব্যাটে-বলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা পাঁচ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আরও একটাবার শিরোপ জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন ভাঙলো নিউজিল্যান্ডের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে কিউইরা। আর তাতেই ২৫ বছর আগের কিউইদের কাছে ফাইনাল হারের প্রতিশোধ নিলো ভারত। রেকর্ড সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন ট্রফি জয় করলো রোহিত শর্মার দল।

শিরোপা হাতছাড়া হলেও ব্যাটে বলে আসর জুড়ে সেরা পারফরম্যান্স করেছেন কিউই ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। এক ম্যাচে কম খেলেও আসরের সেরা রান সংগ্রাহকও রাচিন। একইসঙ্গে এবারের আসরের সেরা বোলারও নিউজিল্যান্ডেরই। পেসার ম্যাট হেনরি ফাইনালে না খেললেও ১০ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার।

বিজ্ঞাপন

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার মোহাম্মদ শামি ৯টি করে উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন যথাক্রমে দুই এবং তিনে।

 একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ব্যাটার

বিজ্ঞাপন

রাচিন রবীন্দ্র

২৬৩

৬৫.৭৫

শ্রেয়াশ আইয়ার

২৪৩

৪৮.৬০

বেন ডাকেট

২২৭

৭৫.৬৬

জো রুট

২২৫

৭৫.০০

বিরাট কোহলি

২১৮

৫৪.৫০

চ্যাম্পিয়ন্স ট্রফির  বোলারদের তালিকায় সেরা পাঁচ জনই ফাইনাল খেলা দুই দলের সদস্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা বোলাররা 

ক্রমিক

নাম

উইকেট

গড়

ম্যাট হেনরি

১০

১৬.৭০

বরুণ চক্রবর্তী

১৫.১১

মোহাম্মদ শামি

২৫.৬৬

মিচেল স্যান্টনার

২৬.৩৩

মিচেল ব্রেসওয়েল

২৫.১২