বিসিবিতে আসছেন তামিম?

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত আসরে ফরচুন বরিশালের নেতৃত্ব ছিল তার হাতে। সফলতার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতেন তামিম ইকবাল। আর চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশের এই তারকা ওপেনার। এবার গুঞ্জন আছে সংগঠক হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসতে পারেন তিনি।

তামিমের বিসিবিতে আসার গুঞ্জন নিয়ে কথা বলেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। আজ বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আকরাম বলেন, ‘বোর্ডে আসাটা নির্ভর করে ব্যক্তির ইচ্ছার ওপর। যেমন আমি খেলা শেষ করার পর ক্রিকেট প্রশাসনে কাজ করতে চেয়েছি। আবার অনেকে আসেনি, হয়তো তাদের আগ্রহ নেই।’

বিজ্ঞাপন

সাবেক টাইগার অধিনায়কের মতে, কেবল ক্রিকেট নয়, যে কোনো খেলাধুলায় অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা বোর্ডে আসলে সেটি সংশ্লিষ্ট খেলাটির জন্য ইতিবাচক। তিনি বলেন,‘যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত, কিংবা অন্য খেলায়ও অভিজ্ঞ, তারা এলে পুরো স্পোর্টস ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে।’

এ সময় দেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও কথা বলেন তিনি। শান্তর অধিনায়কত্ব ছাড়া সম্পর্কে গতকাল মঙ্গলবারের মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি জানান,‘ অধিনায়কত্ব নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে যে-ই অধিনায়ক হোক, তাকে পুরো দায়িত্ব নিতে হবে। তার পারফরম্যান্সই আসল, যদি ভালো খেলে, তাহলে দলকে ভালোভাবে পরিচালনা করতে পারবে।’

বিজ্ঞাপন