দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে ফাইনালে নিউজিল্যান্ড
-
-
|

ফাইনালে নিউজিল্যান্ড
ফাইনালে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত
ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসর ঘোষণার পর ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ দলের এই সাবেক ওপেনার ভিডিও বার্তায় স্মৃতিচারণ করেন।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, আজ এমন একজন ব্যক্তি অবসর নিল যার সঙ্গে আমার অলমোস্ট ২০ বছর বা ২৫ বছর একটা জার্নি। একটা স্ট্যাটাসে আসলে আমি মানুষকে বোঝাতে পারব না যে আমার ফিলিংসটা তার প্রতি।
মুশফিকের অবসর প্রসঙ্গে তামিম বলেন, ‘আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে মুশফিক ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলছি যে তোর সাথে আমার খেলা শুরু অনূর্ধ্ব ১৫ থেকে। কেমনে একটা ছেলে এতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে।’
খেলার প্রতি মুশফিকের ডেডিকেশন নিয়ে তামিম বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে এত কষ্ট করে কীভাবে বা তার ডেডিকেশন খেলার প্রতি, ভালোবাসা। এটা কথায় কোনো দিন বোঝাতে পারব না। আজকে ওর খেলা ছেড়ে দেওয়া কত কষ্টকর আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু আমি এই জিনিসটা ফিল করতে পারি। যে এটা খুব কঠিন তার জন্য। একটা ফরম্যাটে ক্রিকেটার হিসেবে তো আমি এটা আশা করব যে ১০০তম টেস্ট অবশ্যই খেলবি তুই।’
এর আগে ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনের ম্যাচ খেলা মুশফিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্ম ও দলের ভরাডুবির দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য।’
সবশেষে পবিত্র কুরআনের একটি আয়াতও উদ্ধৃত করেছেন মুশফিক। লিখেছেন, ‘আল্লাহ কুরআনে বলেছেন: ‘‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’’ (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন। সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।’
ছবি: সংগৃহীত
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি।'
তিনি আরও লেখেন, 'গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে ভালো করতে পারেননি। যা নিয়ে হচ্ছিলো সমালোচনা। এরই মাঝে অবসরের ঘোষণা দিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেট।
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের হয়ে ব্যাট বলে বেশ মুখর ছিলেন দলটির অলরাউন্ডার তারকা আজমতউল্লাহ ওমরজাই। পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির র্যাংকিংয়েও। আজ বুধবার প্রকাশিত র্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে উঠে এসেছেন এই আফগান তারকা।
এতোদির ধরে র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন ওমরজাই সতীর্থ মোহাম্মদ নবি। আজ প্রকাশিত তালিকায় নবীকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। আর ২৯২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন নাবি। তার চেয়ে ২ পয়েন্ট ব্যবধানে তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন গেল বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ওমারজাই। ১২ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন তিনি। সেখানে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লসেন। আর দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শীর্ষে আছেন যথারীতি ভারতীয় ওপেনার শুবমান গিল। দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরকাড়া অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ের নায়কদের একজন ছিলেন ওমরজাই। ব্যাট হাতে ৩১ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫৮ রানে ৫ উইকেট তুলে নেন তিনি। যে ওয়ানডে ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট।
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের রেকর্ড পারিমাণ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর দুই সেঞ্চুরিতে ভর করে এই ম্যাচে কয়েকটি রেকর্ড গড়েছে কিউইরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতোদিন সর্বোচ্চ ৩৫৬ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার নামে। তবে আজ সেই রেকর্ড ছাড়িয়ে ৩৬২ রানের বড় পুঁজি সংগ্রহ করলো নিউজিল্যান্ড। অজিদের আগে আইসিসির এই ফরম্যাটে একই আসরে সর্বোচ্চ ৩৫১ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইল ইয়াংকে হারালে দলের রানের হাল ধরেন কেইন উইলিয়ামসন ও রাচিন রাবীন্দ্রা। উইলিয়ামসন আউট হওয়ার আগে এই জুটি যোগ করেন ১৬২ রান। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের হয়ে সবোর্চ্চ রানের পার্টনারশীপ। আর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০০৪ সালে ১৬৩ রানের জুটি ছিল নাথান অ্যাস্টল ও স্কট স্টাইরিশের। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবোর্চ্চ রানের জুটিও এটি।
এ ম্যাচে ৯২ বলে সেঞ্চুরির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডেতেই সেঞ্চুরি করেছেন কেইন উইলিয়ামসন। প্রথম কোনো কিউই ব্যাটার হিসেবে ওয়ানডেতে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তির গড়েছেন তিনি। এ ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ওয়াডে সেঞ্চুরি রয়েছে উইলিয়ামসনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফরম্যাটটিতে সর্বোচ্চ ৫টি করে সেঞ্চুরির রেকর্ড আছে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের।
এ ম্যাচ দিয়ে আইসিসির টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে পাঁচটি সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। ৩টি সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি। আইসিসি ইভেন্টে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরিই করা একমাত্র ব্যাটার রাচিন। এর আগে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি ছিল বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের। এই কীর্তি গড়তে আইসিসি ইভেন্টে ১৩ ইনিংসে ব্যাট করেছেন রাচিন, যা দ্রুততম। এর আগে শেখর ধাওয়ান আইসিসি ওডিআই ইভেন্টে ৫ সেঞ্চুরি করতে ১৫ ইনিংস খেলেছিলেন।