নবিকে টপকে নাম্বার ওয়ান অলরাউন্ডার ওমরজাই

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের হয়ে ব্যাট বলে বেশ মুখর ছিলেন দলটির অলরাউন্ডার তারকা আজমতউল্লাহ ওমরজাই। পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির র‌্যাংকিংয়েও। আজ বুধবার প্রকাশিত র‌্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে উঠে এসেছেন এই আফগান তারকা।

এতোদির ধরে র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন ওমরজাই সতীর্থ মোহাম্মদ নবি। আজ প্রকাশিত তালিকায় নবীকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। আর ২৯২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন নাবি। তার চেয়ে ২ পয়েন্ট ব্যবধানে তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

বিজ্ঞাপন

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন গেল বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ওমারজাই। ১২ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন তিনি। সেখানে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লসেন। আর দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শীর্ষে আছেন যথারীতি ভারতীয় ওপেনার শুবমান গিল। দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরকাড়া অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ের নায়কদের একজন ছিলেন ওমরজাই। ব্যাট হাতে ৩১ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫৮ রানে ৫ উইকেট তুলে নেন তিনি। যে ওয়ানডে ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট।

বিজ্ঞাপন