ডিপিএলে দুই দলের সঙ্গে যুক্ত হওয়াতে সমস্যা দেখছেন না তামিম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

আগামীকাল থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তামিম ইকবাল। তবে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানায় রয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। এক ক্লাবের মালিকানায় থেকে আরেক ক্লাবের হয়ে মাঠে নামায় স্বাভাবিকভাকেই প্রশ্ন উঠেছে তামিমের ক্ষেত্রে কোনো স্বার্থের সংঘাত ঘটবে কিনা! তবে তামিম অবশ্য এমন কোনো সমস্যা  দেখছেন না তাতে।

এবারের ডিপিএলে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তিনি। যদিও তামিম ক্লাব কেনার বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন ক্লাবের মালিক নন তিনি, কেবল গুলশান ক্লাবকে স্পন্সরের ব্যবস্থা করে দিয়েছেন।

বিজ্ঞাপন

মালিকানার বিষয়ে তামিম বলেন,‘আমি গুলশান ক্লাবের মালিক না,জিনিসটা হলো আমি দলের সঙ্গে আছি এমনটা বলেছি, কিন্তু মালিক সেটা বলিনি।’

দুই ক্লাবে এক সঙ্গে থাকায় স্বার্থের সংঘাত হবে কিনা এমন প্রশ্নে জবাবে কিছুটা রেগে যান তামিম। এ প্রশ্নের জবাবে তামিম বলেন,‘এতে সমস্যার কী আছে? এখন গুলশানের বিপক্ষে যদি তাড়াতাড়ি আউট হয়ে যাই, তাহলে কি আপনার মনে হবে আমি ইচ্ছা করে আউট হয়েছি?’

বিজ্ঞাপন

এরপর তামিম আরও যোগ করে বলেন, ‘আমি মনে করি না এখানে স্বার্থের সংঘাত ঘটবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এই দলটার মালিক আমি না, কেবল স্পন্সর এনে দিয়েছি। সব সময় সব কিছুতে নেগেটিভ ভাবে না দেখে, এভাবে করেও চিন্তা কইরেন, এই মুহূর্তে স্পন্সররা  যদি দলকে স্পন্সর না করে তাহলে ১৫/২০টা প্লেয়ার পারিশ্রমিক পাবে না।’