শান্ত আবারও ব্যর্থ, সৌম্যের ব্যাটে ৩৫

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ২০ ওভার শেষে ৩ উইকেটে ১০৪ রান করেছে বাংলাদেশ।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ফিরেছেন মাত্র ৬ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরতে পারলেন না রানে। মাত্র ১২ রানে সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। সৌম্য সরকার ৩৫ রান করে কাটা পড়েন রান আউটের ফাঁদে।

বিজ্ঞাপন

মেহেদি হাসান মিরাজ ৩০ ও তাওহীদ হৃদয় অপরাজিত আছেন ১৩ রানে।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 

বিজ্ঞাপন