ভারতের বিপক্ষে একাদশে নেই নাহিদ-মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসরের শুরু থেকেই বেশ আলোচনায় ছিলেন নাহিদ রানা। তার গতির সঙ্গে কতটা খাপ খাওয়াতে পারবে বিপক্ষ দল তা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এ পেসার । তবে ভারতের বিপক্ষে তিন পেসার নিয়ে খেললেও দলে জায়গা হয়নি নাহিদের। এছাড়া দলে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের।

আজ টস ভাগ্য নিজেদের পক্ষে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু করলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে দু-দল মুখোমুখি হয়েছে মোট ৪১ বার। ভারতের ৩২ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৮ টি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। ২০১৭ সালে সেমিফাইনালে সেবার ভারতের কাছে হেরেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ,রিশাদ হোসেন,তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, এবং তাসকিন আহমেদ।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি,লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব,মোহাম্মদ শামি ও হারসিত রানা।

বিজ্ঞাপন