শুরুতেই ৫ উইকেট হারিয়ে মহা বিপাকে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টস ভাগ্য নিজেদের পক্ষে থাকলেও শুরুটা ভালো হচ্ছে না বাংলাদেশের। ব্যাট হাতে দাঁড়াতে পারছেন না টপ অর্ডার ব্যাটসম্যানরা। একের এক উইকেট হারিয়ে দল চাপে শুরুতেই। দলের প্রথম ৫ ব্যাটারের ৩ জনই ফিরেছেন ০ রান করে। 

এ রিপোর্ট লেখার সময় ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। ১২ ওভারে ৪৯ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। 

বিজ্ঞাপন

সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুজনেরই ব্যক্তিগত ০ রানে বিদায়ের পর মেহেদি হাসান মিরাজও টিকতে পারেননি বেশিক্ষণ। মিরাজ ফিরেছেন মাত্র ৫ রান করেই। আশা জাগিয়েও ২৫ রান করে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলেই ০ রান করে সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

বাংলাদেশের ৫ উইকেটের দুইটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেল। আর এক উইকেট নিয়েছেন হারসিত রানা। 

বিজ্ঞাপন