বুমরাহ ও সাকিবের না থাকা নিয়ে যা বললেন ইমরুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান ও জশপ্রীত বুমরাহ

সাকিব আল হাসান ও জশপ্রীত বুমরাহ

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পথ চলা শুরু করবে বাংলাদেশ। ভারতীয় দলে ইনজুরির কারণে নেই জশপ্রীত বুমরাহ। বাংলাদেশ দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস মনে করেন বুমরাহ না থাকা বাংলাদেশের জন্য স্বস্তির।

ভারত-বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরুল বলেন,‘ভারত অনেক শক্তিশালী দল। তাদের বোলিং এবং ব্যাটিং লাইন আপ বিশ্বসেরা। কিন্তু বুমরাহ এবারের আসরে দলে নেই। আমরা দেখেছি সে গত দুই বছর ভারতীয় ক্রিকেটের জন্য কি করেছে। তার দলে না থাকা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে।’

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশ খেলবে ক্রিকেটে তাদের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ছাড়া। সাকিবের না থাকা নিয়ে ইমরুল বলেন, ‘সাকিব অনেক বড় ক্রিকেটার। তাকে অবশ্যই মিস করবো। প্রতি ম্যাচে ওর অনেক অবদান থাকে। সাকিবের দলে না থাকার কারণে বাংলাদেশকে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলতে হবে। সাকিব না থাকার এটাই সবথেকে বড় সমস্যা।’ তবে ইমরুল বিশ্বাস করেন সাকিবের জায়গা কিছুটা হলেও পূরণ করতে পারবে মেহেদী হাসান মিরাজ ।

দলে লিটনের না থাকা নিয়ে ইমরুল বলেন, ‘বাজে ফর্মের কারণে ও জায়গা হারিয়েছে। কিন্তু ও বিপিএলের শেষ ম্যাচগুলোতে রানে ফিরেছিল। তবে ওর জায়গায় ওপেনিংয়ে সৌম্য সরকার ও তানজিদ তামিম আছে। ওরা আশা করি ভালো করবে।’ তবে ইমরুল বিশ্বাস করেন সাকিবের জায়গা কিছুটা হলেও পূরণ করতে পারবে মেহেদী হাসান মিরাজ ।

বিজ্ঞাপন

এবারের আসরে ভারত চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। অন্যদিকে বাংলাদেশ নিজেদের প্রিয় ফরম্যাট ওয়াডেতেও ভালো করতে ব্যর্থ হচ্ছে। শেষ ৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচ।