‘নির্বাচনের জন্য আমলাতন্ত্র, পুলিশ ও সেনাবাহিনী নিরপেক্ষতা প্রয়োজন’

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

নির্বাচনের জন্য আমলাতন্ত্র, পুলিশ ও সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এসময় নাহিদ ইসলাম বলেন, আমরা নতুন বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি। যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলের প্রত্যাশা। দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমেই আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ৫ই আগস্টেই রায় দিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার জাতীয় কমিশনের মাধ্যমে যে সংস্কার কার্যক্রম চালাচ্ছেন, তাদের প্রস্তাবিত যে জুলাই সনদ সেই জুলাই সনদের আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। জুলাই সনদ কার্যকরের মধ্য দিয়ে সংস্কারের রূপরেখা আমাদের কাছে স্পষ্ট হবে। আমরা চাই সংবিধান ছাড়া অন্যান্য যে সংস্কারগুলো রয়েছে সেগুলো সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

নাগরিক পার্টির এই আহবায়ক বলেন, নির্বাচনের বিষয়ে আমরা বলেছি সামনের নির্বাচনে একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন করা সম্ভব। মধ্য দিয়ে একটি নতুন সংবিধান এবং গণতন্ত্রে আমরা উত্তোরণ করতে পারব। সকল কিছুই দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলে আমরা মনে করছি। সরকার যে সময়ের কথা বলেছে সকল কিছু কার্যক্রম সম্পন্ন করে এই নির্ধারত সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরন করতে হবে।

তিনি বলেন, আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি একটা গোষ্টি বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে। তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে।

নাহিদ বলেন, আমরা মনে করি বাংলাদেশ পুনর্গঠন একদিনের সম্ভব নয়। আমরা পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাই না আমরা বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন চাই। মুজিববাদ ও দূর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র ও সম্প্রীতির পক্ষে আমরা জাতীয় ঐক্য নির্মাণ করতে চাই।

নাহিদ আরও বলেন, জুলাই আমাদের নতুন বাংলাদেশে ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে। মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার আকাঙ্খা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে। আমাদের মধ্যে নানা বিষয় মতপার্থক্য হতে পারে, তর্ক-বিতর্ক হতে পারে। কিন্তু এতে গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ ও মিথস্ক্রিয়ায় কোন ধরনের ছেদ না পরে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরুপে বিলুপ্ত করা বা পরাস্থ করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই দেশের বিপদ এখনও কাটেনি। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য সামরিক বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া, লুটেরা ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানাভাবে সুযোগ করে নিতে পারে। তাই আমরা যাতে এ বিষয় সবসময় সচেতন থাকি।

নাগরিক পার্টির এই নেতা বলেন, আমরা আমাদের নিজেদের মধ্যে লক্ষ্য ও আদর্শ নিয়ে জনগণের কাছে যাবো। সেখানে আমাদের নীতিগত বিরোধ হবে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিপক্ষে এবং গণতন্ত্রের পক্ষে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি হয়েছে আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাবো না।