‘নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিবাদের পতনের পর দেশ গঠনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা বন্ধ করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। নির্বাচন যত দেরী হবে ষড়যন্ত্রকারীরা আরও সুযোগ নিবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

রোববার (৯ মার্চ) বিকেলে নগরীর দামপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগমনিরাম ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর দ্রুত সংস্কার ও নির্বাচন যখন কাঙ্ক্ষিত ছিল, তখন একটি অদৃশ্য শক্তি নানা অজুহাতে নির্বাচন ও সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর মাধ্যমে হাজার হাজার ছাত্র-তরুণের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হচ্ছে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন। পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ।

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপি নেতা শফিক আহমেদ, রফিক সর্দার ও খোরশেদ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দোহা, ওবায়দুল হক, নাছির উদ্দীন, সাহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর বাদশা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নাদিয়া নাসরীন নিপা, আলতাজ বেগম, আবুল হোসেন, মো. রিপন, মো. মামুন, আনোয়ার হোসেন, দুঃখু মিয়া, মো. পাপ্পু প্রমুখ।