জামালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপির ২ নেতাকে বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে সদর উপজেলার হাজিপুরে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার বিএনপির ২ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে । 

শনিবার (৮ মার্চ) সন্ধায় জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বহিষ্কৃত দুই নেতা হলেন, সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরমান আলী এবং সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্ত্তি নষ্ট করার অভিযোগে জামালপুর সদর উপজেলাধীন মেষ্টা ইউনিয়ন  বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ফরমান আলী ও ইউনিয়ন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ এর দলীয় সকল পর্যায়ের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সিরাজুল হক মেষ্টা ইউনিয়ন বিএনপি বা কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়। 

প্রসঙ্গত সদর উপজেলার হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল বহিষ্কার হওয়া দুই নেতাসহ তিন জন। বিষয়টি লিখিত ভাবে যৌথ বাহিনীর ক্যাম্পে অভিযোগ করলে যৌথবাহিনী গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে । 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়েছিল। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।