গাইবান্ধায় এক সপ্তাহে শনাক্ত ৮৭, মোট আক্রান্ত ১৭০

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত এক সপ্তাহে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৭ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা
দাঁড়িয়েছে ১৭০ জনে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

জেলার মোট ১৭০ জন আক্রান্ত রোগীর মধ্যে সদরে ২৮, সন্দুরগঞ্জে ১৫, সাদুল্লাপুরে ২০, গোবিন্দগঞ্জে ৬৫, সাঘাটায় ১৪, ফুলছড়িতে ৮ ও পলাশবাড়ী উপজেলায় ২০ জন। এদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৫ জন মারা গেছেন। বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

জেলায় এ পর্যন্ত করোনা সন্দেহে প্রায় ২ হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫শ’ জনের রিপোর্ট পাওয়া গেছে। আরও প্রায় ৫০০ নমুনা রিপোর্ট রংপুরসহ বিভিন্ন পিসিআরে রয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বার্তা২৪.কমকে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দিতে দুটি অ্যাম্বুলেন্স ও দুটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১শ’ বেডের
আইসোলেশন সেন্টারও প্রস্তুত রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বার্তা২৪.কমকে বলেন, করোনার বিস্তার রোধে এরই মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়াও সংক্রমিত অন্যান্য এলাকার মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে নজরদারি রাখা হয়েছে।